বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২৫, ০৯:০৩:৩২

কোথায় হবে আজহারীর পরবর্তী মাহফিল, জেনে নিন

 কোথায় হবে আজহারীর পরবর্তী মাহফিল, জেনে নিন

ইসলাম ডেস্ক : চট্টগ্রাম ও খুলনা বিভাগের তাফসিরুল কোরআন মাহফিল শেষে এবার সিলেট বিভাগে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। আগামী শনিবার সিলেটের এমসি কলেজ মাঠে বয়ান করবেন করবেন তিনি।

‘আনজুমানে খেদমতে কুরআন সিলেট’ আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিল শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। তিন দিনব্যাপী এই মাহফিল প্রতি দিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। তবে শনিবার মিজানুর রহমান আজহারী বয়ান করবেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তিনি নারীদের জন্য বিশেষ বয়ান করবেন।  

মিজানুর রহমান আজহারী ছাড়াও মাহফিলে তাফসির পেশ করবেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমীর হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও আনজুমানে খেদমতে কুরআনের সহসভাপতি মাওলানা আবদুল হাই হারুন বলেন, ‘এ মাহফিলের মাধ্যমে দীর্ঘ এক যুগ পরে সিলেটের ইসলামপ্রিয় মানুষ মুক্ত পরিবেশে কুরআনের তাফসির মাহফিলে শরিক হতে পারবেন। আমাদের ধারণা মাহফিলে ৫ লাখেরও বেশি মানুষ উপস্থিত হবেন।’

এর আগে গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় এবং গত ৩ জানুয়ারি যশোরের শহরতলী পুলেরহাট আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় মাহফিলে অংশ নেন মিজানুর রহমান আজহারী। এভাবে তিনি দেশের সব বিভাগীয় শহরে মাহফিল করবেন বলে ঘোষণা দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে