বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ০২:২৫:৫৬

যে সাহাবির মৃত্যুতে কেঁপে উঠেছিল আল্লাহ'র আরশ

 যে সাহাবির মৃত্যুতে কেঁপে উঠেছিল আল্লাহ'র আরশ

ইসলাম ডেস্ক : নবী-রসুলগণের পরে আল্লাহ তায়ালা-এর প্রিয় ও কাছের বান্দা হলেন সাহাবিরা। তারা আল্লাহ তায়ালার বিধিনিষেধ যথাযথ পালন করেছেন। তাদের মাধ্যমে শরিয়ত পেয়েছে পূর্ণতা। তারা সফলতার ঘোষণা পেয়েছেন দুনিয়াতেই।

আল্লাহ তায়ালা তাদের আনুগত্যে সন্তুষ্ট। এমনকি রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। সাহাবিদের সম্পর্কে আল্লাহ তায়ালা কোরআনে ইরশাদ করেন,رضي الله عنهم ورضوا عنه‘আল্লাহ তায়ালা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এবং তারাও আল্লাহ তায়ালার প্রতি সন্তুষ্ট হয়েছেন। (সুরা: তওবা: ১০০)

আল্লাহর প্রিয় সাহাবিদের মধ্যে একজন ছিলেন, হজরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন আনসারি সাহাবি। সে যুগে ‘আওস’ নামে মদিনায় এক বড় গোত্র ছিল। তিনি সে গোত্রের সর্দার ছিলেন। বদর,ওহুদ ও খন্দক যুদ্ধে তিনি শরিক হন। এবং খন্দক যুদ্ধে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে যুদ্ধে শামিল হলে প্রচণ্ডভাবে আক্রান্ত হন।

ইতিহাসে পাওয়া যায়, বদর যুদ্ধে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম রা.-এর সাথে পরামর্শে বসলেন। একপর্যায়ে সাদ বিন মুআজ রা.সাহসী ও দীপ্তকণ্ঠে ঘোষণা দিলেন, আমরা আপনার প্রতি ঈমান এনেছি,আপনাকে সত্যায়ন করেছি। আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি যে মহান বাণী নিয়ে এসেছেন তা সত্য। আপনি আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন আনুগত্যের।  হে আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি যা করতে চাচ্ছেন আমরা তার সাথেই আছি। সে সত্তার শপথ,যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, যদি আমাদেরকে বলেন সমুদ্রে ঝাপ দিতে তবুও আমরা আপনার আনুগত্যে সমুদ্রে ঝাপ দিতে রাজি আছি । (তারিখুত তাবারি ১১: পৃষ্ঠা ২২০)

তিনি ছিলেন রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রিয় সাহাবি। হিজরি পঞ্চম সনে তিনি ইহকাল ত্যাগ করেন। তার মৃত্যুকালে আল্লাহ তায়ালার আরশ কেঁপে ওঠে। মৃত্যু হলে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,‘সাদ বিন মুআজ (রাদিয়াল্লাহু আনহু)-এর মৃত্যুতে (মৃত্যুর শোকে) আরশ কেঁপে উঠেছে।’(বোখারি,হাদিস:৩৮০৩–মুসলিম: হাদিস:২৪৬৬)

আরশ কেঁপে ওঠার কারণ কী-এ প্রশ্নের উত্তরে হাদিস বিশারদগণ বলেন,তিনি ছিলেন আল্লাহ তায়ালার প্রিয় ও অনুগত বান্দা,শরিয়তের  বিধান পূর্ণভাবে পালনকারী। তিনি নিজের জীবনকে সাজিয়েছেন পরকালীন সফলতার চাদরে। জগতের মহৎ ব্যক্তিগণ মারা গেলে জগৎ কাঁদে, জগদ্বাসী কাঁদে। সুতরাং তার বিদায়ী বার্তায় আল্লাহ তায়ালার আরশে প্রতিক্রিয়া সম্ভব। কারণ, এতদিন আরশে তার কৃত পূণ্য কর্ম পৌঁছত। তার মৃত্যুর মাধ্যমে সমাপ্তি ঘটেছে সে পূণ্য কর্মের।

তবে এখানে অনেক মুহাদ্দিসগণ ভিন্ন ব্যাখ্যাও করেন,তারা বলেন, আরশ মূলত আনন্দে বিমোহিত হয়েছে। যেহেতু সাদ বিন মুআজ রা.-এর সৌভাগ্যবান রুহ আরশের সাক্ষাৎ করবে, এজন্য আনন্দের আতিশয্যে কেঁপে উঠেছে। এছাড়া আরও একটি ব্যাখ্যা করা হয়ে থাকে যে, আরশ কেঁপে ওঠেছিল অর্থ হলো, হামালাতুল আরশ তথা আরশরক্ষী ফেরেশতা কেঁপে উঠেছিল। তবে ব্যাখ্যা যাই হোক, একজন সাহাবির সফলতা ও প্রতিক্রিয়া আরশ পর্যন্ত পৌঁছে যাওয়া তার মহত্ত্ব,শ্রেষ্ঠত্ব ও বিশেষ বৈশিষ্ট্যের পরিচায়ক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে