বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১৮:৪৭

এবার রাজধানীর যেখানে হবে আজহারীর মাহফিল

এবার রাজধানীর যেখানে হবে আজহারীর মাহফিল

ইসলাম ডেস্ক : জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী এবার রাজধানী ঢাকায় তাফসির মাহফিলে অংশ নিতে যাচ্ছেন। আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী মাহফিল ময়দানে তিনি প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

জানা যায়, এ মাহফিল ঘিরে বিশাল প্রস্তুতি ও আয়োজন করেছে আয়োজকরা। বারুয়াখালী মাহফিল ময়দানে অনুষ্ঠিতব্য ২৮তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে ড. মিজানুর রহমান আজহারীর পাশাপাশি প্রধান অতিথি থাকবেন খন্দকার আবু আশফাক ও সভাপতিত্ব করবেন মো. শাহজাহান শিকদার।

 মাহফিলের জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিশাল প্যান্ডেলের সামনে শ্রোতাদের জন্য বড় পরিসরে শামিয়ানা টানানো হয়েছে। এছাড়া, অজুখানা নির্মাণ করা হয়েছে প্রায় অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে, যাতে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা সুবিধা পান।

দেশে ফেরার পর এটি আজহারীর সপ্তম মাহফিল। গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মিজানুর রহমান আজহারীর প্রথম তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে তার আগমনের খবরে মানুষের ঢল নামে।
 
এরপর তিনি দেশের বিভিন্ন স্থানে মাহফিলে অংশ নেন। যশোর, লালমনিরহাট, সিলেট, পটুয়াখালী এবং চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে মাহফিল করেছেন তিনি। ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিতব্য মাহফিলটি তার দেশে ফেরার পর সপ্তম আয়োজন। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এটি একটি বিশেষ আয়োজন হতে যাচ্ছে, যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে