ইসলাম ডেস্ক : তাওয়াফ মানে প্রদক্ষিণ বা চক্কর দেয়া। কাবা শরিফ সাত বার প্রদক্ষিণ বা চক্কর দেয়াকে এক তাওয়াফ হিসেবে সাব্যস্ত করেছে ইসলাম। পৃথিবীতে মহান আল্লাহর প্রথম ঘর এ কাবা। এ কারণেই মুসলিম উম্মাহ পবিত্র কাবা ঘরকে দিনরাত তাওয়াফ করে চলেছেন।
আজ থেকে ৪০০ বছর আগে বিজ্ঞানী গ্যালিলিও তার নিজের উদ্ভাবিত টেলিস্কোপে প্রমাণ করেন পৃথিবীসহ সকল গ্রহ সূর্যের চারপাশে ঘুরছে। পরবর্তীতে বিজ্ঞানীর আবিস্কার করেন এরকম অসংখ্য সূর্যের ন্যায় নক্ষত্র মিলে ক্লাস্টার তৈরী করে। অনেকগুলো ক্লাস্টার মিলে হয় গ্যালাক্সি। আর অনেকগুলো গ্যালাক্সি মিলে হয় সুপার ক্লাস্টার। এভাবে অসংখ্য তারকারাজি, ক্লাস্টার, সুপার ক্লাস্টার নিয়ে মহাবিশ্ব গঠিত। এরা প্রতেকেই কোনো না কোনো দ্বিতীয় বস্তুুকে ঘিরে প্রদক্ষিণ করে।
পবিত্র করআনে আল্লা্হ বলেন ভূমন্ডল ও নভোমণ্ডলের সবকিছুই আল্লাহর ইবাদতে মশগুল। হজ্জের সময় মুসলিমরা যখন কাবা ঘর তাওয়াফ করে তখন তারাই শুধু কাবাঘর তাওয়াফ করে না, তাদের সাথে মহাবিশ্বের অন্যান্য গ্রহ, নক্ষত্র, তারকারাজি, ব্ল্যাকহোলও পৃথিবী প্রদক্ষিণ করে।
এছাড়াও পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণুতেও ইলেকট্রন, প্রোটন, নিউট্রনও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। মুসলিমর যখন কাবাঘর তাওয়াফ করে তখন তারা নিজেদের প্রচলিত ইবাদতের মত নয় বরং মহাবিশ্বের অন্যান্য বস্তুর ন্যায় আল্লাহর ইবাদত করে। একারণেই মূলত মুসলিমরা হজ্জের সময় কাবাঘর তাওয়াফ করে।