বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৪৪:১৩

এবার যেখানে হবে আজহারীর মাহফিল, চলছে ব্যাপক প্রস্তুতি

এবার যেখানে হবে আজহারীর মাহফিল, চলছে ব্যাপক প্রস্তুতি

ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী এবার ময়মনসিংহে মাহফিল করবেন। তার মাহফিল সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে নগরীর সার্কিট হাউস মাঠ প্রস্তুতির কাজ চলছে। 

আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ জোহর নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে মাহফিলে বক্তব্য রাখবেন জনপ্রিয় এই বক্তা। এতে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম।

আয়োজকরা জানিয়েছেন, মাহফিল উপলক্ষে ১০-১৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটতে পারে। এ জন্য সার্কিট হাউজ মাঠ, জিলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠসহ উমেদ আলী মাঠ প্রস্তুত করা হচ্ছে। জিলা স্কুল হোস্টেল মাঠ শুধু নারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই মাঠসহ বিভিন্ন পয়েন্ট ৮-১০টি বড় পর্দার ব্যবস্থা করা হচ্ছে। মাহফিল প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। সমাগম কেন্দ্র করে তিনটি মেডিক্যাল ক্যাম্প, চার শতাধিক অজুখানা ও ওয়াশরুম এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা থাকবে।

নগরীর চরপাড়া এলাকার বাসিন্দা কামাল হোসেন জানান, আজহারী হুজুরের বয়ান শুনতে খুব ভালো লাগে। এবার মাহফিলে হুজুরকে সরাসরি দেখতে পারবো। হুজুর আসার প্রতীক্ষায় আছি।

চরপাড়ার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী জাহাঙ্গীর কবির জানান, মাহফিল সফল করতে সবার মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আমাদের মাদ্রাসার সব শিক্ষার্থী সেদিন মাহফিলে গিয়ে হুজুরের বয়ান শুনবে।

তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন জানান, আজহারী হুজুরের মাহফিলে ১০-১৫ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি বয়ান শুনতে আসবেন। মাহফিলে  ময়মনসিংহ বিভাগের জেলা ছাড়াও আশপাশের অন্য জেলার মুসল্লিরাও আসবেন। এসব বিষয় মাথায় রেখে মাঠ প্রস্তুতের কাজ চলছে।

আয়োজক আল ইসলাম ট্রাস্টের সদস্য মাহবুব রশিদ ফরাজি জানান, আজহারী হুজুরের মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসুল্লিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আশা করা যাচ্ছে মাহফিলে সব বয়সী মুসল্লিরা আসবেন। 

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, মাহফিলকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আশা করছি, কোনও ধরনের সমস্যা ছাড়াই মাহফিল শেষ হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে