সোমবার, ০৩ মার্চ, ২০২৫, ০২:৪২:০৩

‘রমাদান এন্ড কুরআনিক রিফ্লেকশনস’ এ প্রধান বক্তা হিসেবে মিজানুর রহমান আজহারী

‘রমাদান এন্ড কুরআনিক রিফ্লেকশনস’ এ প্রধান বক্তা হিসেবে মিজানুর রহমান আজহারী

এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র রমজানের প্রথম দিন (২ মার্চ) মালয়েশিয়ায় বিশেষ আলোচনা সভায় অংশ নিয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।

কুয়ালালামপুরে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে ‘রমাদান এন্ড কুরআনিক রিফ্লেকশনস’ এ প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন তিনি।

 কুরুস হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে ড. মিজানুর রহমান আজহারী তার আলোচনায় সূরা আদ-দুহা-এর তাফসির তুলে ধরেন, যেখানে আল্লাহ তায়ালার করুণা, পথনির্দেশনা ও নবিজি (সা.) এর প্রতি ভালোবাসার বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। আলোচনায় তিনি কুরআনের দৃষ্টিতে ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর ওপর ভরসার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

রমজানের মাহাত্ম্য ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বক্তব্য শেষে ড. মিজানুর রহমান আজহারী দোয়া পরিচালনা করেন, যেখানে তিনি সমগ্র মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের জন্য শান্তি, কল্যাণ ও উন্নতির দোয়া করেন।

এছাড়াও, অনুষ্ঠানে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার পক্ষ থেকে সংগঠনের কো-অর্ডিনেটর মোহাম্মদ মোরাদ হোসেন বিগত কিছু উল্লেখযোগ্য সামাজিক ও মানবিক কার্যক্রম দর্শকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, সংগঠনটি মালয়েশিয়ায় স্থানীয় কমিউনিটির বিশেষত বন্যার সময় দুর্গতদের সহায়তা, প্রবাসে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা, ফিলিস্তিনের জন্য আর্থিক সহায়তা এবং মালয়েশিয়ায় অসুস্থ ও অভাবী বাংলাদেশিদের জন্য সহায়তা প্রদানসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, ‘আমরা সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করি, আল্লাহ আমাদের এই কাজগুলো কবুল করুন। সকলের নিকট দোয়ার দরখাস্ত রইল, যেন বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়া আরও বড় পরিসরে মানবতার খেদমত করতে পারে।’
 
ইসলামী আলোচনা, বিশেষ দোয়া এবং সামাজিক কার্যক্রমের উপস্থাপনার পর আয়োজন করা হয় এক আড়ম্বরপূর্ণ ইফতার ও বুফে ডিনার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে