সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:২০:৩১

এই দোয়াটি পড়লে পাওয়া যাবে দ্বীনদার স্ত্রী

এই দোয়াটি পড়লে পাওয়া যাবে দ্বীনদার স্ত্রী

ইসলাম ডেস্ক : প্রতিটি পুরুষই একজন ভালো দ্বীনদার স্ত্রী পাওয়া স্বপ্ন দেখেন। তবে এটি নির্ভর করে ভাগ্যের ওপর। আল্লাহর কাছে চাইলে কি না পাওয়া যায়? আল কোরআনের ছোট্ট একটি আয়াত রয়েছে, যা পাঠ করলে আপনি দ্বীনদার স্ত্রী লাভ করতে পারেন। এই দোয়াটি অনেক ফজিলতপূর্ণ।

এবার আমরা জানবো সেই দোয়াটি। رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا (রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুররি-ইয়্যাতিনা কুররাতা আয়ুনিওঁ-ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা)

এর অর্থ হচ্ছে- হে আমার প্রভু! স্ত্রী ও সন্তাদের দ্বারা আমার চোখ শীতল কর। আমাকে পরহেজগারদের আদর্শ কর। (সূরা ফোরকান: ৭৪)

যেভাবে আমল করবেন: যারা বিয়ে করেননি তারা প্রত্যেক নামাজের (তা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যে কোনো নামাজ হোক) শেষ বৈঠকে দোয়ায়ে মাছূরা পড়ার পর কোরআনে বর্ণিত এই আয়াতখানা পাঠ করে সালাম ফিরাবেন। বিয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে এ আমল করলে আশা করা যায়, আল্লাহভক্ত দ্বীনদার, পরহেজগার ও আদর্শ স্ত্রী জুটবে।

আর যারা বিয়ে করেছেন তারা স্ত্রী ও সন্তানদের দ্বীনদার করার জন্য, তাদের আদর্শবান করে গড়ে তোলার জন্য- প্রতিবার দোয়ায় এ আয়াত আয়াত পাঠ করলে বিশেষ উপকার লাভ হয়।

মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমীন
২৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে