এমটিনিউজ২৪ ডেস্ক : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া চাঞ্চল্যকর সহিংসতার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
আজহারী তার ভেরিফায়াড ফেসবুক পোস্টে জানতে চান, আমরা মানুষ হবো কবে? স্ট্যাটাসের কমেন্ট বক্সে আরও লেখেন, ‘আহ, কী নৃশংস দৃশ্য! কী বিভৎস! আমরা মানুষ হবো কবে? ভিডিউটা দেখে সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। মানুষ এতো নিষ্ঠুর আর নির্দয় হতে পারে!’
তিনি আরও লেখেন, ‘দুর্বৃত্তদের শক্ত হাতে দমন না করলে, তারা এভাবেই নতুন বাংলাদেশের সম্ভাবনাকে নস্যাৎ করে দিবে। দিনের আলোয় জনসমক্ষে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে কেউ পার পেয়ে যেতে পারে না। এসব খুনি, নৈরাজ্য সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা সকল জুলুমের অবসান চাই। বাংলাদেশে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে। আমরা আমাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চাই।’
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদ মিয়া ওরফে সোহাগ (৩৫) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হয়।
এছাড়া শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজের পর ইমাম মাওলানা আ. ন. ম. নূরুর রহমান মাদানীকে (৬০) চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন বিল্লাল হোসেন নামে এক মুসল্লি।
জানা যায়, ইমামের জুমার খুতবা পছন্দ না হওয়ায় নামাজ শেষে ওই মুসল্লি এই বর্বর হামলা চালান।