শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ০৭:২০:৩১

৫ মাসে কোরআনের হাফেজ হলেন ৮ বছরের তানভীর

৫ মাসে কোরআনের হাফেজ হলেন ৮ বছরের তানভীর

ইসলাম ডেস্ক : বয়স মাত্র আট বছর। এই বয়সেই ছায়েদুজ্জামান তানভীর ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে চাঁদপুরের শাহরাস্তিতে দারুল কুরআন মাদরাসায় তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির মোহাম্মদ নূরুন্নবীর দ্বিতীয় ছেলে। তার বাবা একজন পান বিক্রেতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

তিনি বলেন, তানভীরের এই সাফল্য আমাদের সমাজের জন্য গর্বের। এ ধরনের অর্জন প্রমাণ করে ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব।

বিশেষ অতিথি হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফি বলেন, তানভীর আমাদের শিশুদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রযুক্তির এই যুগে একজন শিশু যখন কোরআনের আলোয় নিজেকে গড়ে, তখন তা সমাজের জন্য আশার আলো হয়ে ওঠে।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি বলেন, তানভীর অত্যন্ত মনোযোগী ও বিনয়ী। ধারাবাহিক অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে সে মাত্র ১৭৫ দিনে কোরআনের হিফজ শেষ করেছে।

তিনি আরও জানান, মাদরাসাটির ইতিহাসেও এটি উল্লেখযোগ্য ঘটনা। এর আগেও এক ছাত্র তৌহিদুল হাসান তাহসিন ৪ মাসে হিফজ শেষ করলেও বয়স ও ব্যাকগ্রাউন্ড বিবেচনায় তানভীরের কীর্তি ব্যতিক্রম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহরাস্তি ইসলামী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমান, প্রেস ক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল এবং প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব মাওলানা আবু সুফিয়ান রাজাপুরী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে