সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১১:৫৬:৪৫

হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে ওমরাহ পালনে যাচ্ছেন ফাহাদ

হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে ওমরাহ পালনে যাচ্ছেন ফাহাদ

ইসলাম ডেস্ক : হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে ওমরাহ পালনে যাচ্ছেন শিক্ষার্থী জান্নাতুল নাঈম ফাহাদ (১২)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দারুল মা’আরিফ ইসলামীয়ার শিক্ষার্থী।

আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) উমরাহ পালনে যাচ্ছেন ফাহাদ। এ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে দারুল মা’আরিফ ইসলামীয়ার উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. ইদ্রিস আলী, মাওলানা এমদাদুল হক শাকিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এরফান উদ্দীন মাস্টার, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আরিফ হোসেন ভূঁইয়াসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

দারুল মা’আরিফ ইসলামীয়ার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম বলেন, গত বছর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ জান্নাতুল নাঈম ফাহাদ প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীর পুরস্কার ছিল ওমরাহ পালন। এরই প্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার ওমরাহ পালন করতে যাচ্ছে ওই শিক্ষার্থী। এ জন্য মাদরাসার পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।

২০২২ সালে ওই প্রতিষ্ঠান থেকে জান্নাতুল নাঈম ফাহাদ মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআন মুখস্থ করার গৌরব অর্জন করেছিলেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে