সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩১:৫৮

মাত্র ৭ বছর বয়সেই সম্পূর্ণ কুরআন হিফজ করার গৌরব অর্জন করেছে দোহা

মাত্র ৭ বছর বয়সেই সম্পূর্ণ কুরআন হিফজ করার গৌরব অর্জন করেছে দোহা

ইসলাম ডেস্ক:  মাত্র ৭ বছর বয়সেই সম্পূর্ণ কুরআন হিফজ করার গৌরব অর্জন করেছে জুয়াইরিয়া দোহা। রাজধানী ঢাকার পুকুরপাড় ঢাল বাংলামটরে অবস্থিত দারুল কুরআন মডেল মাদ্রাসার ছাত্রী জুয়াইরিয়া দোহা অদম্য মেধা, পরিশ্রম ও অল্প বয়সেই অসাধারণ অধ্যবসায়ের মাধ্যমে এ কৃতিত্ব অর্জন করেছে।

জুয়াইরিয়া দোহা দারুল কুরআন মডেল মাদ্রাসাতেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে। তার বাবা মুফতি শোয়াইব আহমাদ মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং নারায়ণগঞ্জের তাকওয়া জামে মসজিদের খতিব।

 কন্যার এ অর্জনে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করে মুফতি শোয়াইব আহমাদ বলেন, এটা আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ। আমি বহুদিন ধরে এ দিনের অপেক্ষায় ছিলাম। জুয়াইরিয়া দোহা আমার স্বপ্নের প্রতিচ্ছবি। আজ তার মাধ্যমে সেই স্বপ্ন পূর্ণতা পেল। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।

মাদরাসার শিক্ষকরা জানান, ছোট্ট জুয়াইরিয়া প্রতিদিনের নিয়মিত অধ্যবসায় ও অনন্য আগ্রহের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। এ অর্জন সমাজের অন্যান্য শিশুদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

অল্প কিছুদিন আগেই, একই মাদরাসায় মুফতি শোয়াইব আহমাদের বড় ছেলে যুহাইর মাসনুন কুরআনের শেষ সবক শোনানোর মাধ্যমে হাফিজুল কুরআন হওয়ার সৌভাগ্য অর্জন করে। পরিবারের দুই সন্তানের এ অর্জনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুফতি শোয়াইব আহমাদ এবং স্থানীয় মুসল্লিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে