বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৮:২৮

আজহারীকে ফুলেল শুভেচ্ছা জানান বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি

 আজহারীকে ফুলেল শুভেচ্ছা জানান বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি

কাতারে পৌঁছেই বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ঘিরে ধরেন।

এক সপ্তাহের সফরে তিনি কাতার আওক্বাফ ও ধর্ম মন্ত্রণালয় আয়োজিত বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশ নেবেন। সফরের শুরুতেই একই দিন দোহা ইসলামি কালচারাল সেন্টারের বিন যাইদ মিলনায়তনে অনুষ্ঠিত উলামা সমাবেশে বক্তৃতা দেন তিনি। এরপর পরবর্তী দিনগুলোতে আল খোরের উসমান বিন আফফান মসজিদ, লেবার সিটির এশিয়ান টাউন মসজিদ, আল ওয়াকরার হামযা বিন আব্দুল মুত্তালিব মসজিদ এবং শারে আসমাখের বুখারী মসজিদে তার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ ও ভালোবাসায় তার এই সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে