বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১০:৩১:৫৩

আগুনে ১৬ জনের মৃত্যুর যা লিখলেন শায়খ আহমাদুল্লাহ

আগুনে ১৬ জনের মৃত্যুর যা লিখলেন শায়খ আহমাদুল্লাহ

ইসলাম ডেস্ক : রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন প্রায় ২৮ ঘণ্টা চেষ্টা করে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভয়াবহ এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। নিহতের ঘটনায় দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে কবে উপযুক্ত বিচার নিশ্চিত করতে পারবো, এমন প্রশ্ন রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

 বুধবার (১৫ অক্টোবর) ফেসবুক পোস্টে এই প্রশ্ন রাখেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ লেখেন, নিশ্চয় মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতরা স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দেয়নি! তাহলে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার পেছনে নিশ্চয় কারও না কারও ত্রুটি কিংবা দায় আছে। তবে সেই দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায় নিতে বাধ্য করার সংস্কৃতি এদেশে কবে চালু হবে?

তিনি আরও লেখেন, প্রতিটি দুর্ঘটনার পর আমরা নিহতের পরিবারকে দায়সারা গোছের সামান্য কিছু টাকা ধরিয়ে দেই এবং তদন্তের নামে তামাশা করি। 

এ ছাড়া তিনি প্রশ্ন রেখেন বলেন, কবে আমরা দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে উপযুক্ত বিচার নিশ্চিত করতে পারব? কবে নিহতের পরিবার সত্যিকারের ক্ষতিপূরণ পাবে? প্রচলিত সিস্টেম কি আদৌ সে নিশ্চয়তা দিতে পারবে?

 এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে এই আগুনের সংবাদ আসে। পরে সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে