শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬, ০৯:৩৯:১৬

‘শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও বিশাল জয় পেয়েছে আফগানিস্তান’

 ‘শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও বিশাল জয় পেয়েছে আফগানিস্তান’

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে অনন্য এক লড়াইয়ের চিত্র নেমে আসে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচে।

এই ম্যাচে লড়াই গড়ে তোলে আফগানিস্তান। দাপটের সাথে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার সাথে লড়েছে তারা। আফগানিস্তান মন কেড়ে নিয়েছেন সাবেক টাইগার তারকা আশরাফুলের।

একটি পোর্টালে লেখা নিয়মিত কলামে তিনি আবেগেই বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে আফগানরা হারলেও যেন বিশাল জয় পেয়েছে!

নতুন দল হিসাবে গতবারের শিরোপাজয়ীদের বিপক্ষে আফগানিস্তান যেভাবে খেলেছে তা দেখে অভিভূত আশরাফুল।

আশরাফুল তার কলামে লেখেন, আফগানিস্তান যে একটি শক্তিশালী দল হয়ে উঠেছে তার প্রমান দিয়েছে তারা।

আশরাফুল লিখেছেন, একটা সময় ম্যাচটি আফগানদের পক্ষে ছিল। যেভাবে আফগানিস্তান খেলেছে, তাতে তারা হয়তো জিততে পারেনি, তবে সবার মন জিতে নিয়েছে।

তিনি লিখেছেন, বিশেষ করে আফগান অধিনায়ক স্টেনিকজাই যেভাবে ব্যাট করেছে, সবাই তো তার ব্যাটিং দেখে মুগ্ধ।  

আশরাফুল তার কলামের শেষভাগে লিখেছেন, শ্রীলঙ্কা ম্যাচ জিততে পারে কিন্তু দর্শককদের হৃদয়টা কিন্তু কেড়ে নিয়েছে আফগানিস্তান।

প্রসঙ্গত, ওই ম্যাচে অভিজ্ঞ দিলশানের ৮৪ রানের ইনিংসের কাছে হেরে যায় আফগানিস্তান। ১৫৪ রানের টার্গেট দেয় আফগানরা।

ম্যাচটিতে ৭ বল বাকি থাকতে জয় পায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অন্যরা যেমন একটা সুবিধা করতে না পারলেও অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দিলশান। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

আফগান ব্যাটসম্যানের মধ্যে দলীয় অধিনায়ক আসহার স্টেনেকজাই খেলেন ৬২ রানের সাহসী ইনিংস। ঝলক দেখান অন্যরাও।
১৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে