সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪০:৩০

ইসলাম গ্রহণের বিশ্বরেকর্ড

ইসলাম গ্রহণের বিশ্বরেকর্ড

ইসলাম ডেস্ক: ইসলামের শান্তির পতাকা তলে আসতে শুরু করেছে মানুষ। অধিক সংখ্যক মানুষ মহানবী হযরত মুহাম্মদ (সা) এর দেখানো পথে আসতে শুরু করায় রীতিমতো তা বিশ্বরেকরর্ডে পরিণত হয়েছে। দুবাইয়ে ফেব্রুয়ারি মাসে ইসলাম গ্রহণ করেছেন মোট ২৩৮ জন, মার্চ মাসে ২৩৭ জন, এপ্রিল মাসে ৩৮৩ জন এবং মে মাসে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনেই ইসলাম গ্রহণ করেন ২৫০ ব্যক্তি। এই শেষোক্ত ২৫০ জনের মধ্যে ৪৮ জন ইসলাম গ্রহণ করেছেন দারুল বার ইসলামী তথ্য-কেন্দ্রের সহায়তা ও দিক-নির্দেশনায়।

দুবাইয়ে বসবাসরত এক হাজারেরও বেশি অমুসলিম ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করায় দেশটিতে বিদেশিদের মধ্যে এ ধর্ম গ্রহণের হারে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দারুল বার ইসলামী তথ্য-কেন্দ্রের পরিচালক রশিদ আজ জানিব জানিয়েছেন, দুবাইয়ে গত জানুয়ারি মাসে কেবল এই কেন্দ্রে এসে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের সংখ্যা ২০৫ জন।

কেন এত ব্যাপক হারে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করছেন-এই প্রশ্নের জবাবে আজ জানিব জানান, যে বিষয়টি অমুসলিমদের ইসলামের দিকে সবচেয়ে বেশি আকৃষ্ট করছে তা হলো এ ধর্মে তারা আন্তরিকতা বা একনিষ্ঠতা ও ভালোবাসা দেখছেন। তারা অনুভব করেছেন, ইসলামের মতো সহনশীল, মমত্বপূর্ণ ও সর্বপ্লাবী ধর্ম আর পৃথিবীতে দ্বিতীয়টি নেই।

যারা মুসলমান হচ্ছেন তারা প্রধানত ফিলিপাইন, চীন, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, ক্যামেরুন, কেনিয়া, নাইজেরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি, বৃটেন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, মিয়ানমার, সিরিয়া, জর্দান ও ল্যাটিন আমেরিকান দেশগুলোর নাগরিক।

দারুল বার ইসলামী তথ্য-কেন্দ্রের একজন কর্মকর্তা বলেছেন, দুবাইয়ে ২০১৪ সালের মে মাসের গোড়া পর্যন্ত মুসলমান হয়েছেন ১০৬৩ ব্যক্তি। ২০১২ সালে এখানে মুসলমান হয়েছেন এক হাজার ৯৭ জন, আর ২০১৩ সালে ইসলাম গ্রহণের হার দশ শতাংশ বেড়ে ২১১৫ জনে পৌঁছে। ২০১১ সালে দুবাইয়ে ইসলাম গ্রহণ করেছিলেন ১৩৮০ জন, ২০১০ সালে ১৫০০ জন এবং ২০০৯ সালে এক হাজার ৫৯ জন।
৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে