রবিবার, ২০ মার্চ, ২০১৬, ০৯:৫৭:১০

কবরের কঠিন আজাব থেকে মুক্তি পেতে মহানবী (সা.) এই দোয়াটি পড়তে বলেছেন

কবরের কঠিন আজাব থেকে মুক্তি পেতে মহানবী (সা.) এই দোয়াটি পড়তে বলেছেন

ইসলাম ডেস্ক : মানুষ মরণশীল।  প্রত্যেককে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে।  মৃত্যুর পর আরেক জগত শুরু হবে।  সেই জগত থেকে আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসার সুযোগ নেই।  মৃত্যুর পর কবরের আজাব শুরু হবে।  সেই আজাব রোজ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।  দুনিয়াতে যে যেমন আমল করবে কবরে সেইটুকুই আমল যাবে।  পরম করুণাময় সেই আমলের ওপর বান্দাকে শাস্তি দেবেন।

কবরের কঠিন আজাব থেকে মুক্তি লাভের জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি দোয়া পাঠ করতে বলেছেন।

হজরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ‘তিনি বলেন, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে জনৈক আনসারি সাহাবির নামাজে জানাজায় শরীক হওয়ার জন্যে বের হলাম।  তখনো কবরের খনন কাজ শেষ হয়নি।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিবলামুখী হয়ে বসে পড়লেন।

আমরাও তাঁর চারপাশে বসে গেলাম।  তাঁর হাতে ছিল একটি কাঠি।  তা দিয়ে তিনি মাটিতে খুঁচাতে ছিলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর একবার জমিনের দিকে মাথা অবনত করছিলেন।

তিনবার তিনি দৃষ্টি উঁচু-নিচু করলেন।  অতঃপর বললেন, ‘তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও।  কথাটি তিনি দু’বার অথবা তিনবার বললেন।

তারপর তিনি এ দোয়াটি করলেন- أَللَّهُمَّ إِنِّى أَعُوْذُبِكَ مِنْ عَذاَبِ (আল্লাহুমা ইন্নি আউজুবিকা মিন আযাবিল কাবরে) অর্থ :  হে আল্লাহ, ‌‘তুমি আমাকে কবরের কঠিন শাস্তি থেকে রক্ষা কর’।
২০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে