বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১৪:১৯

কোরবানির দিনে ছোট্ট এই ভুলটিতে আল্লাহর আরশ কেঁপে ওঠে

কোরবানির দিনে ছোট্ট এই ভুলটিতে আল্লাহর আরশ কেঁপে ওঠে

ইসলাম ডেস্ক: আগামী শুক্রবার পবিত্র ঈদ-উল-আযহা। এই দিন ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদের ওয়াজিব নামাজ শেষ করে আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় পশু কোরবানি করে থাকেন। তবে পবিত্র এই দিনটিতে অনেক মুসলমান মারাত্বক ভুল করে থাকেন। যে ওই ভুলটির করবে তার উপর আল্লাহ পাক খুবই অসন্তুষ্ট হন। এক কথায় বলা যায়, বান্দার ছোট্ট ভুলটির কারণে আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে। ভুলটি কি জানার জন্য মনে নিশ্চয় প্রশ্ন জাগছে।

কোরবানীর করা মূলত ওয়াজিব ইবাদত। গরু কেনা ওয়াজিব পালনে সহায়ক। কিন্ত গরুর হাটে গরু কিনতে গিয়ে ফরজ নামাজ ছেড়ে দেয়া মস্তবড় গোনাহের কাজ। তাছাড়া কোরবানির গরু জবেহ করতে গিয়ে জুমুয়ার নামাজও অনেকে ছেড়ে দেয়া মস্তবড় গোনাহের কাজ । হারাম অর্থ যেমন : সুদ ও ঘুষের বা মানুষকে ঠকানো টাকা দিয়ে কোরবানি কবুল হবে না।

তাই আপনারা খুবই হুঁশিয়ার। ওয়াজিব ইবাদত করতে গিয়ে কোন মতেই যেন আপনার ফরয ইবাদত ছুটে না যায়। কারণ ফরয ইবাদত (নামাজ)যদি ছুটে যায় তাহলে আপনার জন্য আখিরাতে খারাপ কিছুই অপেক্ষার করছে। বিষয়টি যেন প্রতিটি মুসলমান ভাইদের মাথায় থাকে, সেজন্যই আমার এই লেখা।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে