মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০২:৩০:২৪

আলহামদুলিল্লাহ, ১ কারণে আমেরিকায় দিন দিন বেড়ে চলেছে নও-মুসলিমদের সংখ্যা

আলহামদুলিল্লাহ, ১ কারণে আমেরিকায় দিন দিন বেড়ে চলেছে নও-মুসলিমদের সংখ্যা

ইসলাম : আমেরিকায় দিন দিন বেড়ে চলেছে নও-মুসলিমদের সংখ্যা। এদের একটি বড় অংশ খৃস্টান ধর্ম পরিত্যাগ করে মুসলিম ধর্মের প্রতি ঝুকছে। ইরানের রাজধানী তেহরানে পবিত্র কুরআনের একুশতম আন্তর্জাতিক প্রদর্শনীতে মার্কিন নও-মুসলিম নারী মিসেস গ্লেন্ডা ওরবিন যোগ দিয়েছিলেন।

তিনি জানিয়েছেন, মার্কিন সমাজে নৈতিক অধঃপতন বাড়তে থাকায় সেখানে ইসলামের প্রতি আকর্ষণ বেড়েই চলেছে এবং এর ফলে বাড়ছে নতুন মুসলমানদের সংখ্যা।

বিভিন্ন দিক থেকে আমেরিকার অবনতিশীল অবস্থার কথা তুলে ধরে গ্লেন্ডা ওরবিন বলেন, মার্কিন সমাজের নৈতিক অবস্থা দিনকে দিন শোচনীয় হচ্ছে, ফলে আরো বেশি সংখ্যক মার্কিনী ইসলাম ধর্ম গ্রহণ করছেন।

তিনি আরো বলেন, আমেরিকায় পবিত্র ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ার শতকরা শতভাগ ক্ষেত্র বিরাজ করছে এবং এই ক্ষেত্র বা পরিবেশ ক্রমেই বিস্তৃত ও জোরদার হচ্ছে।

মার্কিন নও-মুসলিম ওরবিন মরহুম ইমাম খোমেনী (র.)'র মহান ব্যক্তিত্বের সঙ্গে পরিচিত হওয়ার পর ইসলামের ও শিয়া মাজহাবের প্রতি আকৃষ্ট হন।

তিনি এ প্রসঙ্গে বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবের রূপকার হযরত ইমাম খোমেনী (র.) যখন এই বিপ্লবের আগে প্যারিসে (নির্বাসিত) জীবন-যাপন করছিলেন সে সময় তাঁর ব্যক্তিত্ব ও চিন্তাধারার সঙ্গে পরিচিত হই এবং সে সময় থেকেই ইসলাম সম্পর্কে খোঁজ-খবর নেয়া বা গবেষণা শুরু করি।

১৮ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণের কথা উল্লেখ করে গ্লেন্ডা ওরবিন বলেছেন, মানুষের জীবনের সব দিকেই রয়েছে ইসলামের ভূমিকা। ইসলাম ও কুরআনের সঙ্গে প্রতি প্রতিটি মুহূর্তে ঘনিষ্ঠতা অনুভব করছেন বলে ওরবিন জানান।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে