সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ১২:৪৬:২৮

ঠিক মতো চোখে দেখেন না তারা, তারপরও অবিরাম পড়ে চলেছেন কোরআন শরিফ

ঠিক মতো চোখে দেখেন না তারা, তারপরও অবিরাম পড়ে চলেছেন কোরআন শরিফ

ইসলাম ডেস্ক : বয়সের ভারে ন্যুব্জ তারা। ঠিক মতো চোখেও দেখেন না। তারপরও তারা পবিত্র কোরআন শরিফ পড়ে চলেছেন অবিরাম। যা সত্যিই বিস্ময়কর। এবং তা অন্যদের জন্যও সত্যিই দারুণ অনুকরনীয় হয়ে উঠছে।

বেশ কিছুদিন ধরে বিভিন্ন ফেসবুকের ওয়ালে একজন বৃদ্ধ ও বৃদ্ধার পৃথক দু’টি ছবি ঘুরে বেড়াচ্ছে। সেখানকার একটি ছবিতে দেখা যাচ্ছে, একজন বৃদ্ধ যার চুল ও দাঁড়ি পুরোই সাদা। গায়ের চামড়াও কুচকানো। বুঝা যাচ্ছে তিনি ঠিক মতো চোখে দেখতে পান না। আর ওই অবস্থাতেই তিনি পবিত্র কোরআন শরিফের কাছে ঘেষে অনবরত কোরআন পড়ে যাচ্ছেন।

অন্যদিকে এক বৃদ্ধা তার অবস্থাও ওই বৃদ্ধের মত। তাতে কি? তিনিও সমানতালে মশগুল আছেন আল্লাহর ইবাদাতে পবিত্র কোরআন শরিফ পাঠে। আর এ ছবি দু’টি ফেসবুকের বিভিন্ন জনের ওয়ালে রীতিমতো ঝড় তুলে চলেছে। বলা চলে যে ফেসবুকেই এই ছবি দু’টি যাচ্ছে সেখানেই লাইক আর কমেন্টেসের বন্যা বইয়ে যাচ্ছে।

‘এ হচ্ছে আল্লাহর প্রতি বান্দার নিখাঁদ প্রেম’ বলে অনেকেই সে ছবিগুলোর নিচে মন্তব্য করছেন। এমন অসাধারণ দু’টি ছবি দেখে যুবক তরুণ ও তরুণীরাও বেশ অনুপ্রাণিত হচ্ছেন কোরআন পাঠসহ আল্লাহর ইবাদতে নিজেদের মগ্ন রাখতে।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে