সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ১১:৩২:৫১

সুবহানাল্লাহ, ৮ বছর বয়সে কোরআন শিখিয়ে সিরীয় শিশুদের জন্য তহবিল গঠন করলেন মারিয়া!

সুবহানাল্লাহ, ৮ বছর বয়সে কোরআন শিখিয়ে সিরীয় শিশুদের জন্য তহবিল গঠন করলেন মারিয়া!

ইসলাম ডেস্ক : ৮ বছর বয়সী যুক্তরাজ্যের একজন শিশু মারিয়া আসলাম, ইসলামের পবিত্র গ্রন্থ কোরান শেখা শুরু করেন পাঁচ বছর বয়সে এবং দুই বছর পর কোরান পড়া শেষ করেন।

আর এই কোরান শিক্ষার মধ্যেই সিরিয় শিশুদের জন্য সাড়ে তিন হাজার পাউন্ডের তহবিল গঠন করেন শিশু মারিয়া আসলাম।

মারিয়ার ফেইসবুক পাতা রয়েছে যেখানে ইতিমধ্যেই তার প্রায় পাঁচ হাজারের মতো ফলোয়ার রয়েছে। আর যুক্তরাজ্যের লুটন শহরের একজন তারকা হয়ে উঠেছে মারিয়া আসলাম।

পাঁচ বছর বয়সে হয়তো সবাই পড়তে পারে। কিন্তু আরবী ভাষায় লেখা ইসলামিক গ্রন্থ কোরান মুখস্ত করে পড়তে পারেনা।

মারিয়া বলছিলেন “মুসলিম হিসেবে আমি যখন কোরান পড়া শুরু করলাম,আমার সহজ মনে হলো। তারপর তা মুখস্ত করা শুরু করলাম”।

তবে এর শুরুটা হয়েছে সিরিয় শরণার্থীদের জন্য কিছু করার একটা তাগিদ থেকে- জানালেন মারিয়ার মা শবনম আসলাম।

“আমি মারিয়াকে বললাম তুমি যদি কোরানের একটা অধ্যায় মুখস্ত করো এবং এ দিয়ে টাকা উপার্জন করতে পারো তাহলে সব টাকা সিরিয় শিশুদের জন্য যাবে। মারিয়া নিজে নিজেই সাড়ে তিন হাজার পাউন্ড উপার্জন করেছে। এত ছোট শিশুর জন্য এটা অকল্পনীয়!”-বলছিলেন মারিয়ার মা শবনম আসলাম।

অন্য শিশুদের উৎসাহিত করার জন্য ফেইসবুকে তার নামে পাতা খোলা হয়েছে। তাকে হাজারো মানুষ ফলো করছে এবং অনেকে তার সাথে যোগাযোগও করছে।

মারিয়ার শহর লুটনে সে যে ইতিমধ্যেই তারকা হয়ে উঠেছে তার প্রমাণ হলো স্থানীয় কোন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাখা হয় ৮ বছর বয়সী এই শিশুকে।-বিবিসি
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে