বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৪৫:০৮

আল্লাহর সন্তুষ্টি লাভে সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়ুন

আল্লাহর সন্তুষ্টি লাভে সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়ুন

ইসলাম ডেস্ক : যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া তিনবার পড়বে তাকে সন্তুষ্ট করা আল্লাহ তায়ালার দায়িত্ব হয়ে যায়। [মুসনাদে আহমদ, তিরমিজি:৩৩৮৯]। অতএব হাদিস শরীফে বর্ণিত এই তথ্য অনুযায়ি আল্লহ পাকের সন্তুষ্ঠি লাভের জন্য প্রতিটি মুসলমানকেই দোয়াটি আমল করা উচিত। তাহলে মৃত্যুর পর অবশ্যই দোয়া পাঠকারী সুসংবাদ পাবেন।

ফজিলত:
যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া তিনবার পড়বে তাকে সন্তুষ্ট করা আল্লাহ তায়ালার দায়িত্ব হয়ে যায়। [মুসনাদে আহমদ, তিরমিজি:৩৩৮৯]
আরবি দোআ:
رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ صلى الله عليه وسلم نَبِيًّا.

বাংলা উচ্চারণ : রদিতু বিল্লাহি রববাও ওয়াবিল ইসলামি দিনাও ওয়াবি মুহাম্মাদিন [সা.] নাব্বিয়া।
অর্থ : আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট প্রতিপালক হিসেবে, ইসলামের প্রতি সন্তুষ্ট দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট নবী হিসেবে।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে