সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ১০:২৬:৩০

যখন আল্লাহর চেহারা দেখতে পারবে বান্দা, বললেন ডা. জাকির নায়েক

 যখন আল্লাহর চেহারা দেখতে পারবে বান্দা, বললেন ডা. জাকির নায়েক

ইসলাম ডেস্ক : ভারতের বেসরকারি টেলিভিশন ‘পিসটিভি’র প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দিয়ে থাকেন।  এবার তাকে প্রশ্ন করা হয়, ‘আল্লাহ সব জায়গায় উপস্থিত থাকলে তাকে দেখা যায় কি?’

উত্তরে ডা. জাকির নায়েক বলেন, পবিত্র কোরআনের ভাষ্যমতে আল্লাহর কুওয়ত (শক্তি) বা তার ইলম (জ্ঞান) সব জায়গায় উপস্থিত রয়েছে।  তবে তিনি আরশে আজিমে (সপ্তম আকাশের ওপর বিশেষ স্থানে) অবস্থান করছেন।

তিনি বলেন, ‌‘আল্লাহ দুনিয়ার সব জায়গায় উপস্থিত’ এমন বক্তব্য ইসলাম বা মুসলমানদের না।  এটি হিন্দুদের বক্তব্য।  দুনিয়ার বুকে কোনো মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়।  এ বিষয়ের দৃষ্টান্ত রয়েছে পবিত্র কোরআনে। হজরত মুসা (আ.) যখন আল্লাহকে দেখতে চাইলেন, তিনি তাকে দেখতে পারেননি, কেবলমাত্র পাহাড় দেখেই বেহুঁশ হয়ে পড়েছিলেন তিনি।

অতএব বোঝা গেল, দুনিয়ার বুকে আল্লাহকে দেখা সম্ভব নয়।  পরকালীন জীবনে বেহেশতে যাওয়ার পর বান্দা আল্লাহর চেহারা দেখতে পারবে।

হাদিসেও এ কথার উল্লেখ রয়েছে।  বলা হয়েছে- ‘জান্নাতে তারা আল্লাহর চেহারা দেখবে।’  সূত্র : পিসটিভি

১৮ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে