বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৬:৪৮:৫৭

আরবী যে মাসটির আমল বেহেশতের পথকে আরো সুগম করে

আরবী যে মাসটির আমল বেহেশতের পথকে আরো সুগম করে

ইসলাম ডেস্ক: হাদিসে বর্ণিত হয়েছে যারা রজব এবং শাবান মাসে রোজা রাখবে আল্লাহ তাদের মৃত্যুকে সহজ করে দিবেন, অনুরূপভাবে যারা আহলে বাইতকে ভালবাসবে আল্লাহ তাদের মৃত্যুকেও সহজ করে দিবেন।

হুজ্জাতুল ইসলাম রমাযান আলীযাদেহ বলেন, রজব মাসের দুটি জিনিসই আমাদেরকে ইমাম মাহদীর সাথে সম্পর্ক জোরদার করতে সাহায্য করে ১-রজব মাসের আমল-২ রজব মাসের বিভিন্ন উপলক্ষ। রজব মাস যেহেতু আল্লাহর মাস এবং এই মাসকে ইবাদতের বসন্তের মাস বলা হয়েছে। সুতরাং এই মাসের সকল ইবাদত পালন করার মাধ্যমে ইমাম মাহদীর(আ.) ইবাদত সম্পর্কে অবহিত হওয়া যায়।

কিয়ামতের দিন ফেরেশতারা বলবে: «این الرجبیون؟»  রজব মাসের ইবাদত-বন্দেগী কারীরা কোথায়। রজব মাসের একটি বড় আমল হচ্ছে প্রতিদিন ১০০০ বার লা-ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এটা থেকে বোঝা যায় যে ইমাম মাহদী (আ.) এই মাসে কত বেশী লা-ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন। কেননা যিয়ারতে আলে ইয়াসীনে বলা হয়েছে: হে ইমাম! আপনার প্রতি সালাম; যখন আপনি তাকবির এবং তাহলিল পড়েন। অর্থাৎ যখন আল্লাহু আঁকবার এবং লা-ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন।

লা-ইলাহা ইল্লাল্লাহ বলার গুরুত্ব সম্পর্কে ইমাম রেজা (আ.) বলেছেন : «کلمه لا اله الا الله حصنی فمن دخل حصنی امن من عذابی»  কলেমা লা-ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মহান আল্লাহর তৌহিদের দুর্গ, যারা এই দুর্গে প্রবেশ করবে তারা আল্লাহর আজাব থেকে মুক্তি পাবে। তবে এই দুর্গে প্রবেশের কিছু শর্ত আছে এবং তার প্রধান শর্ত হচ্ছে ইমামতকে গ্রহণ করা।

সুতরাং কলেমা লা-ইলাহা ইল্লাল্লাহ বলার পাশাপাশি আলীউন ওয়ালি উল্লাহ আর বর্তমান যুগে মাহদী ওয়ালি উল্লাহর ভিষয়টিও মনে রাখতে হবে।-ইকনা
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে