শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৯:২২:৩৩

মুসলিম সেন্টারে নামাজের সময় হামলা চালালো কৃষ্ণাঙ্গ, দুই মুসল্লি আহত

মুসলিম সেন্টারে নামাজের সময় হামলা চালালো কৃষ্ণাঙ্গ, দুই মুসল্লি আহত

ইসলাম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি-আমেরিকান পরিচালিত শীর্ষ স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টারে জোহরের নামাজ আদায়ের সময় হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এতে দুই মুসল্লি আহত হয়েছেন। হামলার পর ওই দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করেছে। এঘটনার পর মুসল্লিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জ্যামাইকা মুসিলিম সেন্টর (জেএমসি)-এর অফিস ম্যানেজার আব্দুল ওয়াহিদ খান জানান, ১৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে জোহরের নামাজ আদায়ের সময় মুসল্লিরা যখন তৃতীয় রাকায়াতের নামাজে অবস্থান করছিলেন তখন কৃষ্ণাঙ্গ এক দুর্বৃত্ত সেন্টারের ভেতরে প্রবেশ করে উল্টা-পাল্টা কথা বলতে থাকে এবং মুসল্লিদের কাউকেই সেল ফোন ব্যবহার করতে নিষেধ করে।

এসময় জেএমসি’র পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ নামাজে ইমামতি এবং শতাধিক মুসল্লি নামাজ আদায় করছিলেন। দুর্বৃত্তের কথায় নামাজিরা কর্ণপাত না করে ইমামের নেতৃত্বে নামাজ আদায় করতে থাকলে দুর্বৃত্ত নামাজিদের মাঝে চলে যায় এবং তাদের উদ্দেশ্যে ‘টেরোরিস্ট’ জাতীয় শব্দ সহ উল্টা-পাল্টা কথা বলতে থাকে। এতে নামাজ আদায়ে ব্যাঘাত ঘটছে দেখে এক পর্যায়ে একজন ইয়েমেনী মুসল্লি দু’হাত তুলে তাকে নিবৃত করার আহ্বান জানালে দুর্বৃত্ত ইয়েমেনী মুসল্লিকে হাত দিয়ে আঘাত করে। পরবর্তীতে ঐ দুর্বৃত্ত বাংলাদেশি-আমেরিকান মুসল্লি ইঞ্জিনিয়ার কামাল ভূঁইয়ার উপর আক্রমণ চালায় এবং আঘাতে কামাল ভূঁইয়ার কান ফেটে যায়। তিনি রক্তাক্ত হন।   

উদ্ভুত পরিস্থিতিতে মুসল্লিরা নামাজ শেষ না করেই দুর্বৃত্তকে আটক করার চেষ্টা করে। কিন্তু সকল বাধা অতিক্রম করে সে জেএমসি সংলগ্ন ১৬৮ স্ট্রীট ধরে জ্যামাইকা হাই স্কুলের দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালালে মুসল্লিদের কেউ কেউ তার পিছু নেয়।

এসময় পুলিশকে ফোন করলে সিটি পুলিশ আর ফায়ার সার্ভিসের লোকজন জেএমসি সহ এলাকাটি ঘিরে ফেলে এবং পুলিশ দুর্বৃত্তকে ধরার জন্য তল্লাশি চালায়। এরপর উলঙ্গ অবস্থায় জ্যামাইকা স্কুল মাঠ থেকে পুলিশ দুর্বৃত্তকে আটক করতে সক্ষম হয়।

ঘটনার তদন্ত চলছে। দুর্বৃত্তের হামলায় আহত জেএমসি’র দুই মুসল্লিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে