বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ১২:৩৩:২০

এস্তেস্কার নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টির চেয়ে কাঁদলেন মুসল্লিরা

এস্তেস্কার নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টির চেয়ে কাঁদলেন মুসল্লিরা

ইসলাম ডেস্ক : বৃষ্টির দেখা নেই। তার ওপর দাবদাহে অতিষ্ট মানুষ। তাই এক ব্যতিক্রমী আয়োজন করেছে রাজশাহী সিটি করপোরেশন। বৃষ্টির জন্য শহরের শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এস্তেস্কার নামাজ আদায় করেছে মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ নামাজের আয়োজন করা হয়।

নামাজ শেষে প্রখর রোদ ও প্রচণ্ড তাপদাহ থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর রহমত কামনা করা হয়। এ সময় বৃষ্টির জন্য আল্লাহর দরবারে মোনাজাত করে কাঁদেন মুসল্লীরা।

দুই রাকাত নফল নামাজে ইমামতি করেন সোনাদিঘী জামে মসজিদের খতিব শেখ তৈয়বুর রহমান নিযামী।

এই নামাজে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম ছাড়াও প্যানেল মেয়র-২ একেএম রাশেদুল হাসান টুলুসহ স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লিরা অংশ নেন।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে