বুধবার, ১১ মে, ২০১৬, ০৯:৪৯:০১

কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে ইরানে গেছেন বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী তানভীর ও আল আমিন

কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে ইরানে গেছেন বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী তানভীর ও আল আমিন

রোকন রাইয়ান : ইসলামিক ফাউন্ডেশন সভা কক্ষে অনুষ্ঠিত দু’টি বাছাই পর্বে ১ম স্থান অর্জন করে ৩য় বারের মতো বাংলাদেশ থেকে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে বুধবার ইরান গেলেন হাফেজ শরীফ আল আমিন সিদ্দিকী ও দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইন।

দুজনই আলহাজ হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী’র প্রতিষ্ঠিত বিশ্বসেরা হিফজ প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে হাফেজ কারী নেছার আহমাদও অংশ নিবেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় ৯০টি দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছে বলে আয়োজক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়।

উল্লেখ্য ইতোপূর্বে মারকাজুত তাহফিজের ছাত্ররা সৌদিআরব, মিশর, আলজেরিয়া, লিবিয়া, ইরান, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন ও জর্দানে একাধিকবার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে।-আমাদের সময়.কম
১১ মে ২০১৬/এমটিনিউজ২৪/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে