শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৫:০৫:২৪

আলহামদুলিল্লাহ, শেষ হলো হাতে লেখা প্রায় ১৫০টি প্রাচীন কোরআনের প্রদর্শনী!

আলহামদুলিল্লাহ, শেষ হলো হাতে লেখা প্রায় ১৫০টি প্রাচীন কোরআনের প্রদর্শনী!

ইসলাম ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল শহরে টানা দুই মাস যাবত হস্তলিখিত কোরআন প্রদর্শনী হয়ে গত ১০ মে উক্ত প্রদর্শনী শেষ হয়েছে।

প্রথম শতাব্দীর অন্তর্গত কুফি বর্ণমালায় হস্তলিখিত কোরআন শরীফসহ অটোমান সাম্রাজ্যের রাজত্বের অন্তর্গত হস্তলিখিত কুরআন শরীফ প্রদর্শন করা হয়েছে। গত ৫ মার্চে প্রদর্শনীর সূচনা হয় এবং টান দুই মাস যাবত অব্যাহত থাকার পর ১০ম মে প্রদর্শনীর সমাপনি হয়েছে।

‘কুফি বর্ণমালায় হস্ত লিখিত মুজিযার গ্রন্থ’ শিরোনামের উক্ত প্রদর্শনীতে পবিত্র কুরআনের প্রায় ১৫০টি প্রাচীন পাণ্ডুলিপি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।

উক্ত প্রদর্শনীতে ইসলামের প্রথম দুই শতাব্দীর অন্তর্গত কুরআন শরীফের পাণ্ডুলিপি সহ ইরানের জালাইরিয়ান, মিশরের মামালিয়াত এবং অটোমানের রাজত্বকালের অন্তর্গত কুরআন শরীফ প্রদর্শন করা হয়েছে।

প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল হস্তলিখিত প্রাচীন পাণ্ডুলিপির সাথে সাধারণ জনগণকে পরিচয় করানো।
ইসলামের প্রথম যুগসমূহে কুফি বর্ণমালা অতি প্রসিদ্ধ ছিল। বর্তমানে কুফি বর্ণমালা থেকে অনেক প্রকার বর্ণমালা সৃষ্টি হয়েছে এবং এসকল বর্ণমালা সহ অন্যান্য বর্ণমালায় কোরআন শরীফ প্রিন্ট ও প্রকাশ করা হয়।-ইকনা
১৩ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে