রবিবার, ১৫ মে, ২০১৬, ০৪:৫৯:৫৪

জানেন, রাসূল (সা.) নিকট কোন ব্যক্তি সবচেয়ে প্রিয়?

জানেন, রাসূল (সা.) নিকট কোন ব্যক্তি সবচেয়ে প্রিয়?

ইসলাম ডেস্ক : কাজেই উত্তম চরিত্রের মূল স্তম্ভ হলো, নরম কথা ও কোমল আচরণ। সাদা মনের কোমল চরিত্রের মানুষগুলো আল্লাহ ও তাঁর রাসূলের কাছে বরাবরই প্রিয়। পক্ষান্তরে রুক্ষ স্বভাবের, অহঙ্কারী মানুষ খুবই অপ্রিয়। আর বাস্তবতা হলো, এই সত্যিকার বিনয় ব্যতিরেকে মহৎ চরিত্রের কল্পনা করাও সম্ভব নয়।

বিনয় হলো, পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসার উৎস। মহৎ চরিত্রের তালিকায় এটি হলো সর্বাধিক আকাক্ষিত গুণ। কোরআনুল কারীমে আল্লাহ তা‘আলা তাঁর বিশেষ বান্দাদের প্রশংসা ব্যক্ত করার সময় সর্বপ্রথম এ গুণটির কথাই উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে― ‘আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে ‘সালাম’। [আল ফুরকান : ৬৩]

এক হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন― ‘আমার কাছে তোমাদের মধ্য হতে তারাই সবচেয়ে প্রিয় যারা তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। যারা বিনয়েররতার কারণে কাঁধ ঝুকিয়ে থাকেন। তারা নিজেরাও যেমন ভালোবাসেন, তদ্রƒপ (তাদের চরিত্রের গুণে) অন্যরাও তাদের প্রতি ভালোবাসা পোষণ করেন। পক্ষান্তরে আমার কাছে সবচেয়ে অপ্রিয় হলো তারা, যারা গীবত করে বেড়ায়। বন্ধুদের মাঝে যারা বিচ্ছেদের বীজ বপন করে। যারা দোষমুক্তদের ছেদ্রান্বেষণে সবসময় ঘুরে বেড়ায়। [তবারানী শরীফ, আত তারগীব ওয়াত তারহীব : ৫৬৮]

এক হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন― ‘আমার কাছে সবচেয়ে প্রিয় ও আখেরাতে আমার সবচেয়ে কাছের ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ও মহৎ চরিত্রের অধিকারী। এর বিপরীতে আমার কাছে সবচেয়ে ক্রোধের ও পরকালে সবচেয়ে দূরের ব্যক্তি হলো সে, যে তোমাদের মধ্যে সবচেয়ে মন্দ চরিত্রের অধিকারী। যারা অতিরিক্ত চাপাবাজ, অহঙ্কারী ও দাঁতচিবুনে ক্রুধ্ব। [সুনানে তিরমিযী : ২/২২, হাদীস নং : ২০১৮, মুসনাদে আহমদ : ৪/১৯৩, আত তারগীব ওয়াত তারহীব : ৫৬৯, হাদীস নং : ৪০৬২]

কাজেই উত্তম চরিত্রের মূল স্তম্ভ হলো, নরম কথা ও কোমল আচরণ। সাদা মনের কোমল চরিত্রের মানুষগুলো আল্লাহ ও তাঁর রাসূলের কাছে বরাবরই প্রিয়। পক্ষান্তরে রুক্ষ স্বভাবের, অহঙ্কারী মানুষ খুবই অপ্রিয়। আর বাস্তবতা হলো, এই সত্যিকার বিনয় ব্যতিরেকে মহৎ চরিত্রের কল্পনা করাও সম্ভব নয়।-প্রিয়.কম
মাওলানা আবদুল্লাহ আল ফারুক
আলেম, লেখক ও বহু গ্রন্থের অনুবাদক
১৫ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে