সোমবার, ১৬ মে, ২০১৬, ০৪:২৯:০০

ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে বিশেষ সম্মেলন

ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে বিশেষ সম্মেলন

ইসলাম ডেস্ক: কানাডার ক্যালগেরি শহরে (শনিবার, ১৪ মে) ২০০ অতিথির উপস্থিতির মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে ভিন্ন ধর্মের অনুসারীদের প্রতি সম্মান প্রদর্শনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচিত হয়েছে।

ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর মুকাররাম আলী যায়দী ছিল এ সম্মেলন আয়োজকদের একজন।

তিনি বলেন, সম্প্রতিক এক গবেষণার ফলাফলে হয়তবা অমুসলিমরা আশ্চর্যই হবেন। কেননা এ গবেষণার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, প্রচলিত চিন্তার উর্ধ্বে কানাডার শতকরা ৯৭ ভাগ মুসলমান তারা কানাডার অধিবাসী এবং মুসলমান হওয়ার কারণে গর্ববোধ করে।

তিনি বলেন, আমরা মুসলমানরা এ দেশের জনগণেরই একটি অংশ। যারা ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক ধারণা নিতে চায় এবং মুসলমানদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন যাদের মনে আছে এ সম্মেলন তাদের জন্য একটি মোক্ষম সুযোগ।

উল্লেখ্য, ২০১১ সালের পরিসংখ্যানের ভিত্তিতে কানাডায় বসবাসরত মুসলমানদের সংখ্যা ১০ লাখেরও বেশী, যা এদেশের মোট জনসংখ্যার শতকরা ৩.২ ভাগ। অবশ্য সম্প্রতি বছরগুলোতে তাদের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে যে, আগামী ২০৩০ সালে দেশটিতে মুসলমানদের সংখ্যা বেড়ে ৩০ লক্ষে দাঁড়াবে।-ইকনা
১৬ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে