সোমবার, ১৬ মে, ২০১৬, ০৫:৩০:০৮

সুবহানাল্লাহ, যে ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না!

সুবহানাল্লাহ, যে ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না!

ইসলাম ডেস্ক : মহান আল্লাহ তা'য়ালা মানুষের উপর নামাজ ফরজ করেছেন। আর নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তাই পাঁচ ওয়াক্ত নামাজই মানুষের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্য রাসূল (সা.) ফজর এবং আসরের নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন।

একটি হাদিসে হযরত ওমারা ইবনে রুওয়াইবা (রা.) বর্ণনা করেন, আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন, এমন ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না, যে সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে নামাজ পড়বে অর্থাৎ ফজর ও আসরের নামাজ। (মুসলিম)

ফজর এবং আসর নামাজকে বিশেষ গুরুত্ব দেয়ার কারণ :

১. ফজরের সময়ের ঘুম মানুষের জন্য অত্যন্ত আরামদায়ক। আর আসরের সময় ব্যবসা-বাণিজ্য, খেলা-ধুলা এবং চিত্তবিনোদনে মানুষেরা ব্যস্ত হয়ে পড়ে। এ সকল কারণে ফজর এবং আসরের নামাজ যথা সময়ে পড়া অনেকের জন্যই অসম্ভব হয়ে পড়ে। সুতরাং যে ব্যক্তি এ দুই ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে তার জন্য অন্যান্য ওয়াক্তের নামাজ আদায় সহজ হয়ে যায়।

২. এ দুই সময়ে দিনের এবং রাতের ফেরেশতারা উম্মতের আমল আল্লাহপাকের দরবারে নিয়ে যায়। আমল নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা যাদেরকে নামাজরত অবস্থায় দেখবে, তারা আল্লাহপাকের দরবারে তাদের নামাজি হওয়ার সাক্ষ্য দান করবে। কাজেই এটা অসম্ভব নয় যে আল্লাহপাক এ বান্দাদেরকে ক্ষমা করে দেবেন।

৩. বান্দার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে আসর এবং ফজরের নামাজ ফরজ ছিল। তাই এ দুই ওয়াক্তের নামাজের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
১৬ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে