বুধবার, ১৮ মে, ২০১৬, ০৭:১১:২২

শেষ হলো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা, ৩ বিভাগেই শীর্ষে ইরান

শেষ হলো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা, ৩ বিভাগেই শীর্ষে ইরান

ইসলাম ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৩ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তিলাওয়াত ও হিফজ বিভাগে প্রথম হয়েছেন দুই ইরানি নাগরিক। বিশ্বের ৭৫টি দেশের ১৩০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন।

তিলাওয়াত বা আবৃত্তি বিভাগে প্রথম হয়েছেন ইরানের হামেদ ওয়ালিজাদেহ। দ্বিতীয় হয়েছেন আফগানিস্তানের মোহাম্মাদ জাভিদ আকবারি এবং তৃতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার বাহর আদ দিন সায়িদ। জার্মানির সাইয়্যেদ আব্বাস আলী ও নেদারল্যান্ডের মুস্তাফা আলী যথাক্রমে চতুর্থ ও পঞ্চম হয়েছেন।

আর হিফজ বিভাগে প্রথম হয়েছেন ইরানের মুজতাবা ফারদেফানি, মিশরের আবদুল আজিজ আহমেদ দ্বিতীয় ও অস্ট্রেলিয়ার মুহাম্মাদ আলী আবদুল্লাহ তৃতীয় এবং আইভরিকোস্টের খালিদ সানকারাই ও নাইজারের মুহাম্মাদ তাহা হাসান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম হওয়ার গৌরব অর্জন করেছেন।

এদিকে ইরানে এই প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে অন্ধদের নিয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। এতে প্রথম হয়েছেন ইরানের প্রতিযোগী আবদুল গাফুর জওহারচি। আর দ্বিতীয় ও তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে তুরস্ক (আহমাদ সারিকায়া) ও তিউনিসিয়ার প্রতিযোগী। অন্ধদের বিভাগে অংশ নেন মোট ১৬ জন প্রতিযোগী। ইরানই বিশ্বে প্রথমবারের মত অন্ধদের নিয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন করল।

বাংলাদেশের ১৮ বছর বয়স্ক এক অন্ধ হাফেজ প্রতিযোগীও এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তার নাম তানভীর হোসাইন। বিচারকরা তার তিলাওয়াতের প্রশংসা করেছেন।

‘এক গ্রন্থ, এক উম্মাহ’ শিরোনামে ইরানের আওকাফ ও জনকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১১ মে শুরু হয় তেহরানের ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। গতকাল (মঙ্গলবার, ১৭ মে) এই মহতী প্রতিযোগিতা শেষ হয়।-প্যারিস টুডে
১৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে