বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৪:৫৪:৩৯

মুসলমানদের প্রতি সম্মান ও নারীদের হিজাব পরা সম্পর্কে যে কথা বললেন পোপ ফ্রান্সিস!

মুসলমানদের প্রতি সম্মান ও নারীদের হিজাব পরা সম্পর্কে যে কথা বললেন পোপ ফ্রান্সিস!

ইসলাম ডেস্ক : বর্তমানে মুসলমানদের নিয়ে বিশ্বে যাখন নানা ধরণের ষড়যন্ত্র চলছে ঠিক তখনই ফরাসি ক্যাথলিক সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে ক্যাথলিক বিশ্বের নেতা পোপ ফ্রান্সিস বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন, মুহাজিরদেরকে ইউরোপে আশ্রয় দিতে হবে। তাদের আশ্রয় প্রদানের মাধ্যমে মুসলমান ও খ্রিস্টানরা পরস্পর শান্তিপূর্ণভাবে ভাইয়ের মত একত্রে জীবন-যাপন করতে পারেন।

ইউরোপে ইসলামের সাথে চরমপন্থি দলগুলোর সম্পর্কের কথা সম্পূর্ণ রূপে তিনি অস্বীকার করে বলেন, প্রকৃত ইসলামের সঙ্গে চরমপন্থার মধ্যে কোনো নেই।

অনুরূপ ভাবে তিনি বলেন, যদি মুসলিম নারীরা হিজাব ব্যবহার করতে চাই, তাহলে তাদের অধিকারকে অবশ্যই সম্মান দিতে হবে। যে অধিকারের মাধ্যমে একজন খ্রিস্টান স্বাধীন ভাবে গলায় ক্রুশ পরে, ঠিক সেই অধিকারেই একজন মুসলিম নারী হিজাব ব্যবহার করবে।

জামানার ইমামের আবির্ভাবের ব্যাপারে পোপ বলেন, ইসলাম ধর্মের দৃষ্টিতে জামানার ইমামের আবির্ভাবের পর চূড়ান্ত জয় হয়। এটা শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়। এ বিষয়ের প্রতি ইঞ্জিলেও ইঙ্গিত করা হয়েছে।-ইকনা
১৯ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে