শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৪:২৯:৫৪

ইসলাম বিদ্বেষীদের বিক্ষোভের সময় মুসলিম নারীর অনন্য প্রতিবাদ, অবাক গোটা বিশ্ব!

ইসলাম বিদ্বেষীদের বিক্ষোভের সময় মুসলিম নারীর অনন্য প্রতিবাদ, অবাক গোটা বিশ্ব!

ইসলাম ডেস্ক : কয়েক দিন পূর্বে বেলজিয়ামে তৃতীয় ইসলামিক সংস্কৃতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেদেশের 'Flams Bylang' নামক ডানপন্থী দলের প্রায় ৪০ জন সদস্য ইসলামিক সংস্কৃতি প্রদর্শনীর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে।

মজার ব্যাপার হচ্ছে যে, এই বিক্ষোভে 'জাকিয়া বালাখীরি' নামক এক মুসলিম নারী অংশগ্রহণ করেছে; তবে তিনি বিরোধীদের সমর্থন করার জন্য ঐ বিক্ষোভে মিছিলে অংশগ্রহণ করেননি। বরং তার উদ্দেশ্য ছিল ইসলাম বিরোধী পোষ্টার হাতে নিয়ে বিক্ষোভকারীদের সাথে সেলফি তুলে তাদের বুঝিয়ে দেওয়া যে, প্রতিবাদ থাকা সত্ত্বেও নিজের হিজাব এবং ধর্মকে মেনে চলা।

সেলফি তোলার সময় বেলজিয়ামের পুলিশ জাকিয়াকে গ্রেফতার করে। তবে জাকিয়ার সেলফি তোলার দৃশ্য 'ইয়ুর্গেন আগুসটিনেস' নামক এক ফটোগ্রাফার তার কিছু ছবি তোলে এবং ছবিগুলো দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিগত কয়েক মাস যাবত বেলজিয়ামে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের জন্য ইউরোপের অস্থির দেশের এক পরিণত হয়েছে।
২০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে