মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০৪:৪১:৪১

জেনে নিন, কীভাবে এলো মৃত্যুর বিধান এবং শুরু হলো কখন থেকে?

জেনে নিন, কীভাবে এলো মৃত্যুর বিধান এবং শুরু হলো কখন থেকে?

ইসলাম ডেস্ক : ইবনে আবি শাইবা এবং ইমাম আহমদ (রহ.) হযরত হাসান বসরি (রহ.) থেকে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা যখন হযরত আদম (আ.) ও তাঁর বংশধরদের সৃষ্টি করলেন, ফিরিশতাগণ নিবেদন করলেন, হে খোদা, তোমার আদম সমত্মানের স্থান তো এই দুনিয়ায় সংকুলান হবে না। আল্লাহ তার উত্তরে বললেন, আমি মৃত্যুকেও সৃষ্টি করবো।

ফিরিশতাগণ নিবেদন করলেন, তাহলে তো জীবন ও জীবনের কোনো স্বাদই বাকি থাকবে না। আল্লাহ তাআলা বললেন, আমি আশা-আকাঙ্খা সৃষ্টি করে দিবো। আদম সন্তানেরা সে আকাঙ্খার পেছনেই দৌড়াতে থাকবে।

প্রখ্যাত তাবেয়ি হযরত মুজাহিদ (রহ.) হতে বর্ণিত আছে- হযরত আদম (আ.)-কে যখন পৃথিবীতে প্রেরণ করা হলো, তখন তাঁর প্রভু তাঁকে বললেন, হে আদম, ধ্বংস হওয়ার জন্যে অট্টালিকা নির্মাণ করো, আর মৃত্যুবরণ করার জন্যে সন্তান জন্ম দান করো।-প্রিয়.কম

মূল : আল্লামা ইদরিস কান্ধলভি রহ.
অনুবাদ : মাওলানা মিরাজ রহমান
২৪ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে