মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০৫:১৬:২৬

বর্তমানের চেয়ে আগামী দিন অনেক খারাপ হবে, কি বলছে ইসলাম?

বর্তমানের চেয়ে আগামী দিন অনেক খারাপ হবে, কি বলছে ইসলাম?

মোঃ জহিরুল ইসলাম : কোরআন, হাদীস এবং ইতিহাস থেকে পাওয়া তথ্য মতে পৃথিবীর শুরুর দিন থেকে আজকের দিনের অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছে। মানুষের কথা-বার্তা, ব্যবহার ও ভদ্রতা কিছুরই যেনো কোনো মিল খুঁজো পাওয়া যায় না। মানুষ তার রক্তের সাথে বেইমানি করছে। সন্তান তার বাবা-মাকে হত্যা করছে। পৃথিবীতে যেন এক হাহাকার অবস্থা বিরাজ করছে। তাহলে এই কথা বলার অপেক্ষা রাখে না আগের দিন থেকে বর্তমান দিনের অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছে। আর আগামী দিনের অবস্থা যে আরো খারাপ হয়ে পড়বে তা এখন থেকে বুঝা যাচ্ছে।

তাছাড়া আমাদের সমাজেও একটা কথার প্রচলন রয়েছে 'যায় দিন ভালো, আসে দিন অনেক খারাপ' আর এই প্রসঙ্গে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন,

عَنْ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ قَالَ أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَلْقَى مِنْ الْحَجَّاجِ فَقَالَ اصْبِرُوا فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [رواه البخاري: كبات الفتن, رقم الحديث من الشاملة (6541)]

যুবাইর বিন ‘আদী (রাদিয়াল্লাহু ‘আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস বিন মালেক (রাদিয়াল্লাহু ‘আনহুর নিকট এসে আমরা হাজীদের থেকে যে কষ্ট পাই সে ব্যাপারে অভিযোগ করলাম। তখন তিনি বললেন, ধৈর্য ধর, তোমাদের সামনে এমন এক সময় আসবে যার বর্তমান দিনের চেয়ে পরবর্তী দিনটি খারাপ হবে, আর এ অবস্থায়ই তোমরা আল্লাহর সাথে মিলিত হবে। আমি এ কথাটি তোমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট থেকে শুনেছি। [বুখারী, হাদীস নং- 6541]
২৪ মে, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে