রবিবার, ২৯ মে, ২০১৬, ১২:০০:১৩

সুবহানাল্লাহ, ৯৭ বছর বয়সে এক নিরক্ষর বৃদ্ধা হলেন কোরআনে হাফেজ!

সুবহানাল্লাহ, ৯৭ বছর বয়সে এক নিরক্ষর বৃদ্ধা হলেন কোরআনে হাফেজ!

ইসলাম ডেস্ক : সৌদি আরবের ‘খামিস মুশাইত’ শহরের নিরক্ষর বৃদ্ধা ‘আন্না বিনতে নাসের আশ-শামরানি’ ৯৭ বছর বয়সে পূর্ণ কুরআনের হাফেজ হয়েছেন।

Arbynews এর বরাত দিয়ে ইকনার এক প্রতিবেদনে বলাহয়, সৌদি আরবের ‘খামিস মুশাইত’ শহরের হেফজে কুরআন বিষয়ক সংস্থা ‘নাবা’র প্রধান শাইখ মানসুর বিন আব্দুর রাহমান আশ-শুগাইবি’ এ সম্পর্কে জানিয়েছেন, ৯৭ বছরের এ বৃদ্ধা আমাদের সংস্থার একজন শিক্ষার্থী। তিনি চলতি বছরের সমাপনী পরীক্ষায় উচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

তিনি বলেন, ৯৭ বছর বয়স হওয়া সত্ত্বেও নিরক্ষর এ বৃদ্ধা পড়তে ও লিখতে না পারেন না। এতদসত্ত্বেও তিনি দৃঢ় সংকল্পের মাধ্যমে পবিত্র কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

তিনি আরো বলেন, খামিস মুশাইত শহরের হেফজে কুরআন বিষয়ক সংস্থা ‘নাবা’র একটি প্রতিনিধি দল আন্না বিনতে নাসের আশ-শামরানিকে অভিনন্দন জানাতে তার সাথে সাক্ষাত করেছেন এবং তাকে নগদ অর্থ উপহারের পাশাপাশি বিশেষ সনদপত্রও প্রদান করা হয়েছে।
২৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে