রবিবার, ২৯ মে, ২০১৬, ০৩:৫৬:০৭

সুবহানাল্লাহ, স্পেনে মসজিদ নির্মাণে অভিনব উদ্যোগ নিলেন মালয়েশীয় শিল্পীরা

সুবহানাল্লাহ, স্পেনে মসজিদ নির্মাণে অভিনব উদ্যোগ নিলেন মালয়েশীয় শিল্পীরা

ইসলাম ডেস্ক : স্পেনের সেভাইল শহরে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় মুসলিম অধিবাসীরা। কিন্তু টাকার অভাবে কাজ এগুচ্ছে না। তাই বল মসজিদের কাজ তো আর থেমে থাকে না। কেউ না কেউ এগিয়ে আসেই।

তেমনি এ মসজিদটি নির্মাণে অর্থ তুলতে এগিয়ে এলেন মালয়েশিয়ার কয়েকজন কণ্ঠশিল্পী ও চিত্রকর।

‘এ টাইল ফর সেভাইল’ শিরোনামের এ প্রচারণা শুরু হয়েছে ২৪ মে থেকে এবং এতে অংশ নিয়েছেন ফিন জামাল, ফরাহ ফৌজানাসহ বহ শিল্পী। আগামী ছয়মাস তারা প্রচারণা চালিয়ে মসজিদটি নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করবেন।

জায়গা কেনাসহ মসজিদটি তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ ইউরো বা প্রায় দেড়শ কোটি টাকা।

মসজিদটি নির্মাণে অর্থ সহায়তার আবেদন জানিয়েছেন স্পেনের গ্রানাডা মসজিদের সভাপতি মালিক আবদেররহমান এবং সেভাইল মসজিদের পরিচালক ইব্রাহিম হার্নান্দেজ। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন
২৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে