মঙ্গলবার, ৩১ মে, ২০১৬, ১০:২৭:২১

কাতারের অর্থে ইটালিতে মসজিদ ও ইসলামিক স্কুল তৈরি

কাতারের অর্থে ইটালিতে মসজিদ ও ইসলামিক স্কুল তৈরি

ইসলাম ডেস্ক : ইটালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সারুনু শহরে কাতারের দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে 'সালমান বিন জাসিম' নামক নতুন ইসলামিক কালচারাল সেন্টার উদ্বোধন উদ্বোধন করা হয়েছে।

'সালমান বিন জাসিম' নামক ইসলামিক কালচারাল সেন্টারের সাথে মসজিদ, স্কুল, ইসলাম পরিচিতির জন্য একটি কেন্দ্র, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের জন্য কক্ষ এবং বেশ কয়েকটি দোকান নির্মাণ করা হয়েছে।

উক্ত ইসলামিক সেন্টারটি গতকাল (২৯শে মে) ইটালির সারুনু শহরে উদ্বোধন হয়েছ। কাতারের দাতব্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ হামিদ বলেন, এই কেন্দ্রটি সারুনু শহরের মুসলমানদের জন্য একটি গন্তব্য স্থাল। এখানে মুসলমানেরা ধর্মীয় কাজ আদায় করার পাশাপাশি শহরের উন্নয়ন মুলক কাজ করতে পারবে।

বলাবাহুল্য, ইটালিতে মুসলিম অধিবাসীর সংখ্যা ১৫ লাখ। সেদেশে ১৫ লাখ মুসলমানের জন্য মাত্র ৯টি মসজিদ রয়েছে। সূত্র : ইকনা
৩১ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে