বুধবার, ০১ জুন, ২০১৬, ১১:৪৭:১২

ইসলাম ও রমজান সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্রিটেনের মুসলমানদের অনন্য উদ্যোগ

ইসলাম ও রমজান সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্রিটেনের মুসলমানদের অনন্য উদ্যোগ

ইসলাম ডেস্ক : রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি এর মধ্যে ইংল্যান্ডের "প্রেস্টন শহরের একটি নতুন মসজিদ ইসলাম পরিচিত প্রদর্শনী অনুষ্ঠানের জন্য তার দরজাসমূহ সবার জন্য উন্মুক্ত রেখেছে।

ইকনার এক প্রতিবেদনে বলাহয়, সব শহরের থেকে ৩০০ জনেরও বেশি মানুষ "সালাম" মসজিদে উপস্থিত হয়েছেন। যাতে মুসলিম ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান (রোজা) সম্পর্কে আরো বেশী জানতে পারেন।

এ বছর রমজান ৭ই জুন থেকে শুরু হচ্ছে। এই মাসে মুসলমানরা সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা তথা সাওম পালন করবেন।

মুসলমানদের জন্য রমজান মানসিক এবং শারীরিক উৎকর্ষের একটি সুযোগ। কেননা এই মাসের জন্য, আগের চেয়ে আরো বেশি, গিবত, অপবাদ ও মিথ্যা জিনিস এড়ানোর চেষ্টা করা হয়।

এই প্রদর্শনীতে রমজান মাস সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করার মানুষের জন্য একটি সুযোগ ছিল, ইসলামী আর্কিটেকচারের উপর তথ্য কুরআনের বিজ্ঞান ও ব্রিটেনে ইসলামের ইতিহাস সম্পর্কেও তাদের জানানো হয়।

অনুরূপভাবে মদিনায় নবীর (সা.) বাড়ি প্রদর্শন করে তারা সম্পর্কে তথ্য প্রদান করা হয়।

আয়োজকরা জানান, দর্শকরা এই প্রদর্শনীকে এত বেশী স্বাগত জানিয়েছে যে, আমরা খুব আশ্চর্য হয়ে গেছি।

সালাম মসজিদ বিষয়ক ম্যানেজার আইয়্যুব আলী বক্স বলেন, আশা করি আমাদের এই কর্মসূচি ইসলাম ও রমজান সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।
১ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে