শুক্রবার, ০৩ জুন, ২০১৬, ০৮:১৭:৩৭

দুবাইতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৯১টি দেশ

দুবাইতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৯১টি দেশ

আন্তর্জাতিক ডেস্ক: দুবাই অ্যাওয়ার্ড শিরোনামে ২০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৯১টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবে।

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ের কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে পবিত্র রমজান মাসের ৭ থেকে ১৮ তারিখে ২০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। খবর ইকনা।

দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান 'ইব্রাহীম মোহাম্মাদ বুমালহে' বলেন, এসকল দেশেরে মধ্যে অধিকাংশ দেশই আন-ইসলামী দেশ এবং অধিকাংশ দেশর প্রতিনিধিগণ প্রথম বারের মত প্রতিযোগিতায় অংশগ্রহণ নিবেন।

প্রতিযোগিতার ইউনিটের প্রধান "মোহাম্মাদ আব্দুর রহিম সুলতান আল ওলামা" এব্যাপারে বলেন, ২০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার জন্য ইউনিটের পক্ষ থেকে প্রশ্ন প্রণয়ন সমাপ্ত করা হয়েছে। ২০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার জন্য গত বছরের প্রবিধান নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণকারীদের নিকট হোটেলে থাকা অবস্থায় দুটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং এই দুটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের পরবর্তী পর্যায়ের জন্য কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আমন্ত্রণ জানানো হবে এবং সেখানে তাদেরকে তিনটি প্রশ্ন করা হবে।

বলাবাহুল্য, দুবাই অ্যাওয়ার্ড শিরোনামে ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুধুমাত্র হেফজ বিভাগে অনুষ্ঠিত হবে।

২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা দুবাই অ্যাওয়ার্ড-এর বিচারক হিসেবে থাকবেন যারা :

২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটি ঘোষণা করেছে, উক্ত কুরআন প্রতিযোগিতায় বিচারকার্য পরিচালনা করার জন্য সৌদি আরবের "আদেল ইবনে ইব্রাহীম মোহাম্মাদ রাফায়ী", আমিরাতের "শেখ আলী হাসান আব্দুল্লাহ আলী", মিশরের "শেখ আইমান আহমেদ মোহাম্মদ সাঈদ", কুয়েতের " শেখ আব্দুল আজিজ ফজল মাতার ফাহদ আল আনজী", সিরিয়ার "শেখ আইমান রুশদি সুইডেন", সুদানের "শেখ আলী মোহাম্মদ আল-জেইন মুবারুক"কে আমন্ত্রণ জানানো হয়েছে।
৩ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে