বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪৪:৩৯

সুবাহানাল্লাহ, পঙ্গু বাবাকে বহন করে হজ করছেন এক ব্যক্তি

সুবাহানাল্লাহ, পঙ্গু বাবাকে বহন করে হজ করছেন এক ব্যক্তি

ইসলাম ডেস্ক: হজ সামর্থ্যবান মুসলমানদের উপর আল্লাহ পাক ফরয করেছেন। ফরয ইবাদত সেই হজের স্বপ্ন ছিল তার। কিন্তু সাধ্য ছিল না। এখন স্বচ্ছলতা এসেছে, কিন্তু শারীরিক সমস্যায় পারছেন না। কী করা যায়। মনে হচ্ছিল, হজ করা আর হচ্ছে না। কিন্তু না। তার সেই স্বপ্ন এখন হাতের নাগালে। তার ছেলে এবার তাকে সৌদি আরবে নিয়ে এসেছেন। পঙ্গু বাবাকে কখনো কাঁধে, কখনো কোলে নিয়ে মধ্যবয়সী (৫০ বছরের কিছু বেশি) ছেলে এবার হজে এসেছেন সৌদি আরবে।

বাবাকে কাঁধে নিয়ে এর মধ্যেই ওমরাহ সেরে ফেলেছেন। শুক্রবার মসজিদে যাওয়ার সময় বিভিন্ন মিডিয়ার ক্যামেরার সামনে পড়েন। ছবি তোলা হয়। তবে ওই ভদ্রলোক তার পরিচয় প্রকাশ করতে রাজি হননি। মিডিয়া কেবল তার নাগরিকত্বই জেনেছে। তিনি পাকিস্তানের নাগরিক। তাদের এই ছবি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। আমিরেটস ২৪/৭ এবং সৌদি দৈনিক ‘আল জাজিরা’য় প্রকাশিত খবর অনুযায়ী, ‘তিনি বলেছেন, তিনি তার বাবাকে বহন করেই হজ করতে চান।’

আরবি দৈনিকটিতে বলা হয়েছে, ‘তিনি বলেছেন, তার বাবা পঙ্গু, তা-ই তিনি হাঁটতে পারেন না। তা-ই পুরো হজ মওসুমে তিনি তাকে বয়ে বেড়াবেন।’ ওই ভদ্রলোক জানিয়েছেন, তিনিও এবারই প্রথম হজে এসেছেন।
পত্রিকাটি জানায়, ‘তিনি বলেছেন, তিনি তার বাবাকে হজে নিয়ে যাওয়ার ওয়াদা করেছিলেন। আর ওই ওয়াদা রক্ষার জন্য তিনি সব ধরনের সমস্যা মোকাবিলায় প্রস্তুত।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে