ইসলাম ডেস্ক : গত রাতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দেওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ সোমবার থেকে রোজা শুরু হয়েছে। অন্যান্য দশেগুলোর মধ্যে রয়েছে- জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, ইরাক, কুয়েত, কাতার, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ আশপাশের কয়েকটি দেশ।
রোববার সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে রোজা পালনের ঘোষণা দেয় দেশটির সুপ্রিমকোর্ট। বিশ্বের অন্যান্য মুসলমানদের সঙ্গে দীর্ঘ একমাস রোজা ও ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন দেশগুলোর মুসলিমরা।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। আজ সোমবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে রোজা শুরু হবে বাংলাদেশে।
এক মাস রোজা রাখার পর সারা বিশ্বের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন।
০৬ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম