সোমবার, ০৬ জুন, ২০১৬, ০৪:১৪:২২

আলহামদুলিল্লাহ, পাকিস্তানে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে

আলহামদুলিল্লাহ, পাকিস্তানে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে

ইসলাম ডেস্ক : পাকিস্তানের সরকার এক নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সেদেশের সকল সরকারী ও বেসরকারি স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেছে।

পাকিস্তানের "পেশাওয়ার" সংবাদপত্রের বরাত দিয়ে ইকনার এক প্রতিবেদনে ঘোষণা করেছে, পাকিস্তানের সরকার সেদেশের সকল সরকারী ও বেসরকারি স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেছে।

এ ব্যাপারে পাকিস্তানের ধর্ম মন্ত্রী ঘোষণা করেছেন, সরকারী ও বেসরকারি প্রাথমিক স্কুলসমূহের (প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর) শিক্ষার্থীদের জন্য রুখানি ও তিলাওয়াত এবং উচ্চ বিদ্যালয়ের (সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর) শিক্ষার্থীদের জন্য পবিত্র কোরআন তিলাওয়াত ও অনুবাদ বাধ্যতামূলক করা হয়েছে।

এ ব্যাপারে প্রাদেশিক সরকারসমূহও একমত প্রকাশ করেছে এবং এই প্রকল্প বাস্তবায়নের জন্য সাহায্য করছে।
৬ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে