মঙ্গলবার, ০৭ জুন, ২০১৬, ০৩:০২:০৪

এক নজরে জেনে নিন কোন দেশে কত ঘন্টা রোজা

এক নজরে জেনে নিন কোন দেশে কত ঘন্টা রোজা

ইসলাম ডেস্ক : সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছেন সিয়াম সাধনা। গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সিয়াম সাধনার মাস। দিনের ভাগটা বেশি হওয়ায় রোজার রাখার সময়টাও এবছর বেশ দীর্ঘ। বাংলাদেশের নাগরিকদের প্রায় ১৫ ঘণ্টা রোযা রাখতে হবে।

যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, উত্তর গোলার্ধে বসবাসকারি মুসলিমদের এবার ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় না খেয়ে পবিত্র রমজান পালন করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে এ অঞ্চলে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহকারী মহাসচিব ইব্রাহীম মোগরে জানান, এবার যুক্তরাজ্যের মুসলমানদের প্রায় ২০ ঘণ্টা সবরকম পানাহার থেকে বিরত থাকতে হবে। সবচেয়ে দীর্ঘ সময় রোজা থাকতে হবে স্কটিশ, হাইল্যান্ডস ও আয়ারল্যান্ডের বাসিন্দাদের।

এবার এক নজরে দেখে নেয়া যাক বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে রোজার সময়কাল:
রেকজাভিক, আইসল্যান্ডের- ২১ ঘণ্টা ৫৭ মিনিট
স্টোকহোম, সুইডেন- ২০ ঘণ্টা ৫৭ মিনিট
জুনেউ ও আলাস্কা, যুক্তরাষ্ট- ১৯ ঘণ্টা ৫১ মিনিট
লন্ডন, ইংল্যান্ড- ১৮ ঘণ্টা ৫৩ মিনিট
বার্লিন, জার্মানি- ১৯ ঘণ্টা ১ মিনিট
টরেন্টো, কানাডা-১৭ ঘণ্টা ১৪ মিনিট
ইস্তাম্বুল, তুরস্ক- ১৭ ঘণ্টা ১৩ মিনিট
বেইজিং, চীন- ১৭ ঘণ্টা ১৩ মিনিট
ডারবর্ন, যুক্তরাষ্ট্র- ১৬ ঘণ্টা ৫৯ মিনিট
শিকাগো, যুক্তরাষ্ট্র- ১৬ ঘণ্টা ৫৪ মিনিট
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র- ১৬ ঘণ্টা ৪৩ মিনিট
তেহরান, ইরান- ১৬ ঘণ্টা ২০ মিনিট
রাবাত, মরক্কো- ১৬ ঘণ্টা ৮ মিনিট
কায়রো, মিশর- ১৫ ঘণ্টা ৫০ মিনিট
লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র- ১৫ ঘণ্টা ৪৮ মিনিট
করাচি, পাকিস্তান- ১৫ ঘণ্টা ৯ মিনিট
ঢাকা, বাংলাদেশ- ১৫ ঘণ্টা ১০ মিনিট
মক্কা, সৌদি আরব- ১৪ ঘণ্টা ৫৩ মিনিট
মুম্বাই, ভারত-১৪ ঘণ্টা ৩৮ মিনিট
কুয়ালালামপুর, মালয়েশিয়া- ১৩ ঘণ্টা ৩৩ মিনিট
জাকার্তা, ইন্দোনেশিয়া- ১৩ ঘণ্টা ১ মিনিট
রিও, ব্রাজিল- ১২ ঘণ্টা ৪ মিনিট
সিডনি, অস্ট্রেলিয়া- ৯ ঘণ্টা ৫৬ মিনিট।
সূত্র: হাফিংটন পোস্ট
০৭ জুন, ২০‌১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে