বুধবার, ০৮ জুন, ২০১৬, ০৩:৩১:২৭

সবচেয়ে কম সময় রোজা রাখতে হয় ব্রাজিলে, মাত্র ১২ ঘণ্টা

সবচেয়ে কম সময় রোজা রাখতে হয় ব্রাজিলে, মাত্র ১২ ঘণ্টা

ইসলাম ডেস্ক : বিগত ৩০ বছরের মধ্যে এবারই সবচেয়ে দীর্ঘতম সিয়াম সাধনা পালন করছেন সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। দিনের ভাগটা বেশি হওয়ায় রোজার রাখার সময়টাও এবছর বেশ দীর্ঘ। বাংলাদেশের নাগরিকদের প্রায় ১৫ ঘণ্টা রোজা রাখতে হবে। তবে ইউরোপীয় বিভন্ন দেশে এই সময়সীমায় ভিন্নতা রয়েছে।

যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, উত্তর গোলার্ধে বসবাসকারি মুসলিমদের এবার ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় না খেয়ে পবিত্র রমজান পালন করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে এ অঞ্চলে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহকারী মহাসচিব ইব্রাহীম মোগরে জানান, এবার যুক্তরাজ্যের মুসলমানদের প্রায় ২০ ঘণ্টা সবরকম পানাহার থেকে বিরত থাকতে হবে। সবচেয়ে দীর্ঘ সময় রোজা থাকতে হবে স্কটিশ, হাইল্যান্ডস ও আয়ারল্যান্ডের বাসিন্দাদের।

এদিকে হাফিংটন পোস্ট জানিয়েছে, এবার আইসল্যান্ডে ২১ ঘণ্টা ৫৭ মিনিট রোজা পালন করতে হচ্ছে। আর সুইডেনে ২০ ঘণ্টা ৫৭ মিনিট। সবচেয়ে কম সময় রোজা রাখতে হচ্ছে অস্ট্রেলিয়ায়। সেখানে রোজা রাখতে হচ্ছে ৯ ঘণ্টা ৫৬ মিনিট। আর ব্রাজিলের মুসলমানরা রোজা রাখছেন ১২ ঘণ্টা ৪ মিনিট।
০৮ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে