বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৮:৪৩:৩৮

জেনে নিন কী কী কারণে রোজা ভাঙার অনুমতি আছে

জেনে নিন কী কী কারণে রোজা ভাঙার অনুমতি আছে

ইসলাম ডেস্ক : ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে পবিত্র রমজানের রোজা। এটি সকল মুসলমানের ওপর ফরজ। দীর্ঘ এক মাসের এই সিয়াম সাধনাকে শরীরের যাকাত বলা হয়। তবে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ এই ইবাদত পালনে সমস্যা হতে পারে। আর ইসলাম বেশ কিছু কারণে রোজা ভেঙে ফেলার অনুমতি দিয়েছে, যাতে মুসলমানদের কষ্ট না হয়। তা হলে এবার জেনে নেই কী কী কারণে রোজা ভেঙা যাবে?

১) কোন রোজাদার যদি এমন অসুস্থ হয়ে পড়ে যে রোজা রাখার শক্তি নেই বা রোজা রাখার দ্বারা অসুস্থতা বেড়ে যাবে, তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। তবে হ্যাঁ, যখনই সুস্থ হয়ে যাবে, তখনই তার ওপর রোজা কাজা করে নেয়া ওয়াজিব।

২) যে ব্যক্তি এমন দুর্বল হয়ে যায় যে রোজা রাখার শক্তি নেই।

৩) এমন ক্ষুধা বা পিপাসা লাগে যে প্রাণ চলে যাওয়ার উপক্রম হয়ে যায়।

৪) গর্ভধারিণী বা স্তন্যদানকারিণী মহিলা যদি নিজের অথবা নিজের বাচ্চার প্রাণপাতের আশঙ্কা করেন, তাহলে তার জন্য রোজা ভেঙে ফেলা জায়েজ আছে।

৫) রোজা থাকার কারণে যদি জীবনযাপনের সামগ্রী উপার্জন করতে দুর্বল হয়ে যায়, তাহলে তার জন্য রোজা ভেঙে ফেলার অনুমতি রয়েছে। তবে তা পরে কাজা করে নিতে হবে। তা-ও সম্ভব না হলে ফিদিয়া আদায় করবে এবং প্রতি রোজার পরিবর্তে সদকায়ে ফিতর পরিমাণ দান করে ফিদিয়া আদায় করবে।

৬) অনুরূপভাবে ফসল কর্তন করার ক্ষেত্রে। যদি রোজা থাকা অবস্থায় ফসল কর্তন করা সম্ভব না হয়। অন্যদিকে দেরি হলে ফসল নষ্ট হয়ে যাবে। তাহলে রোজা না রাখার অনুমতি আছে এবং অন্য সময় কাজা করে নেবে।

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পবিত্র রমজানের রোজা রাখার তাওফীক দান করুণ এবং সকল প্রকার বালা মুসীবত থেকে হেফাজত করুন। আমীন
৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে