বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৭:৩১:২৭

আলহামদুলিল্লাহ, কাতারে শুধু সেনাবাহিনীর সদস্যদের জন্যই কোরআন প্রতিযোগিতা!

আলহামদুলিল্লাহ, কাতারে শুধু সেনাবাহিনীর সদস্যদের জন্যই কোরআন প্রতিযোগিতা!

ইসলাম ডেস্ক: কাতারের রাজধানী দোহায় ১১ই জুন শনিবার সামরিক ও আর্মড ফোর্সেসের সদস্যদের জন্য ২০তম হেফজে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইকনার এক প্রতিবেদনে বলা হয়, ২০তম হেফজে কোরআন প্রতিযোগিতা কাতারের ১৬৯ জন সামরিক ও আর্মড ফোর্সের সদস্য অংশগ্রহণ করবেন।

২০তম হেফজে কোরআন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান 'আলী আহমেদ আল বারেক' বলেন, প্রতিযোগীরা মোট ৬টি বিভাগে অংশগ্রহণ করবেন।

তিনি আরো বলেন, ২৭ জন প্রতিযোগী সম্পূর্ণ কোরআন হেফজ বিভাগে এবং ২৫ পারা, ২০ পারা, ১৫ পারা, ১০ পারা, ৫ পারা হেফজ বিভাগে বাকীরা অংশগ্রহণ করবেন।

আহমেদ আল বারেক বলেন, কাতারের সামরিক ও আর্মড ফোর্সেসের সদস্যদের মাঝে কোরআন তিলাওয়াত শক্তিশালী এবং বৃদ্ধি করার জন্য প্রতিযোগিতার কমিটি গঠন এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের পবিত্র কোরআন মুখস্থ করার জন্য বিভিন্ন কেন্দ্র চালু করার জন্য নির্দেশ দিয়েছেন কাতারের প্রতিরক্ষা মন্ত্রী।
৯ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে