বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৯:১২:৩৫

আমিরুল মু'মিনিন হযরত আলী'র (রা.) দৃষ্টিতে মাহে রমজান

আমিরুল মু'মিনিন হযরত আলী'র (রা.) দৃষ্টিতে মাহে রমজান

ইসলাম ডেস্ক : 'হে মুমিনগণ! মাহে রমজান; বছরের অন্যান্য মাসের ন্যায় নয়; বরং এ মাসটি অন্যান্য মাসের তুলনায় অধিক ফজিলতের অধিকারী। এ মাসের দিনগুলো ও রাতগুলো এবং সময়সমূহ বিশেষ ফজিলতে পরিপূর্ণ। এ মাসে শয়তান শিকলে আবদ্ধ থাকে। ফজিলতপূর্ণ এ কথাগুলো আমিরুল মু'মিনিন আলীর (আ.) বাণীর অংশবিশেষ।

শাবিস্তানের বরাত দিয়ে ইকনা'র এক প্রতিবেদনে বলা হয়, ইমামতিধারার ৬ষ্ঠ ইমাম হযরত ইমাম জাফর সাদীক (আ.) বর্ণনা করেছেন যে, পবিত্র রমজানের প্রথম দিন আমাদের পিতামহ আমিরুল মু'মিনিন আলী (আ.) মসজিদে কুফাতে এ মাসের ফজিলত ও গুরুত্বের প্রতি ইশারা করে এক হাদীসে বর্ণনা করেছেন-

فحمد الله الحمد و اشرفها و ابلغها و اثنی علیه باحسن الثناء و صلی علی محمد نبیه (صلی الله علیه وآله وسلم) ثم قال: ایهاالناس! ان هذا الشهر شهر فضله الله علی سائر الشهور کفضلنا اهل البیت علی سائر الناس و هو شهر یفتح فیه ابواب السماء و ابواب الرحمة و یغلق فیه ابواب النیران. و هو شهر یسمع فیه النداء و یستجاب فیه الدعا و یرحم فیه البکاء

'সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামীনের জন্য নির্ধারিত এবং তার রাসূলের (সা.) প্রতি দরুদ ও সালাম। হে মুমিনগণ! মাহে রমজান; বছরের অন্যান্য মাসের ন্যায় নয়; বরং এ মাসটি অন্যান্য মাসের তুলনায় অধিক ফজিলতের অধিকারী। এ মাসের দিনগুলো ও রাতগুলো এবং সময়সমূহ বিশেষ ফজিলতে পরিপূর্ণ। এ মাসে শয়তান শিকলে আবদ্ধ থাকে। এ মাসে আল্লাহ রিজিক ও আয়ু বৃদ্ধি করেন। এ মাসের রোজাদারকে আল্লাহ তার মেহমান হিসেবে গ্রহণ করেন। এ মাস মু'মিনগণ আল্লাহর রহমত, বরকত ও মাগফেরাতের অধিকারী হওয়ার সুযোগ লাভ করে। এ মাসের রোজা পালনকারীরা আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করে থাকে।
৯ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে