শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৭:৩৭:২৩

আলহামদুলিল্লাহ, এই রমজানে মালয়েশিয়ায় প্রথম কোরআনিক রোডিও চালু হয়েছে

আলহামদুলিল্লাহ, এই রমজানে মালয়েশিয়ায় প্রথম কোরআনিক রোডিও চালু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার ইসলামি সংগঠন পরামর্শমূলক কাউন্সিলের পক্ষ থেকে 'নুর আল কোরআন রেডিও' নামক প্রথম কোরআনিক রেডিও'র কার্যক্রম চালু হয়েছে।

ইকনার এক প্রতিবেদনে বলাহয়, মালয়েশিয়ার ইসলামী সংগঠনের সভাপতি 'মোহাম্মাদ আজিমী আব্দুল হামিদ গত ৬ জুন ঘোষণা করেছে, পবিত্র কোরআনের নুরের বরকতে উক্ত রেডিওতে পবিত্র কোরআনের আলোকে জীবন পরিচালনার পদ্ধতি সম্পর্কে অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে।

তিনি বলেন, পরীক্ষামূলক সম্প্রচার ছাড়াই 'নুর আল কোরআন রেডিও' ইন্টারনেটে সম্প্রচার করা হচ্ছে।

আব্দুল হামিদ বলেন, যে সকল ব্যক্তিরা কোরআন তিলাওয়াত শিখছেন এবং কোরআন হেফজ করেছেন তাদের সুবিধার জন্য উক্ত রেডিওর অনুষ্ঠানমালা ২৪ ঘণ্টা সম্প্রচার করা হচ্ছে। উক্ত রেডিওতে কোরআনের আলোকে অনুষ্ঠান ছাড়া অন্য কোন অনুষ্ঠান সম্প্রচারিত হবে না।

'নুর আল কোরআন রেডিও' নামক প্রথম কোরআনিক রেডিও'র কার্যক্রম www.radionurulquran.com ওয়েবসাইটে সম্প্রচার করা হচ্ছে।
১০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে