শনিবার, ১১ জুন, ২০১৬, ০১:৩২:৩৯

আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসে গ্রান্ড মসজিদ ও মসজিদে নববীতে মুসল্লির ঢল

আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসে গ্রান্ড মসজিদ ও মসজিদে নববীতে মুসল্লির ঢল

ইসলাম ডেস্ক : ফজিলতপূর্ণ পবিত্র রমজানের প্রথম শুক্রবার মক্কায় গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে নেমেছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। এ দুটি স্থানে শুক্রবার প্রায় ২০ লাখ মানুষ সমবেত হন। এ সময় এ দুটি মসজিদ উপচে মুসল্লিদের ভিড় আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রান্ড মসজিদ বিস্তৃত করা হয়েছে। এখানে একই সময়ে একসঙ্গে ১৫ লাখেরও বেশি মানুষ অবস্থান করতে পারেন। কিন্তু শুক্রবার সেখানেও স্থান সংকুলান হয় নি। সৌদি আরব ও বিদেশ থেকে ওমরাহ হজ করতে গিয়েছেন হাজার হাজার মুসলিম। তাদের ভিড় ওই মসজিদের বাইরেও চলে আসে। এ সময় তারা প্রার্থনায় সময় কাটান। মহান আল্লাহর কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করেন।

শুক্রবার গ্রান্ড মসজিদে বয়ান করেন পবিত্র দুই মসজিদের প্রেসিডেন্সি বিষয়ক প্রধান শেখ আবদুর রহমান আল সুদাইস।  এ সময় তিনি ধর্মবিশ্বাসীদের প্রতি আহ্বান জানান পবিত্র রমজানের সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে বেহেস্তের স্থায়ী ফয়সালা করে নিতে। এ সময়ে তিনি বেশি বেশি আল্লাহর ইবাদত করার আহ্বান জানান। অনুরোধ করেন বেশি করে পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য। দান করার আহ্বান জানান। জীবনের সর্বক্ষেত্রে তিনি রমজানের সত্যিকার আদর্শকে আঁকড়ে ধরতে বলেন। যা নিষিদ্ধ তা থেকে বিরত থাকতে বলেন।

তিনি বলেন, আমাদের যেসব শত্রু মিথ্যা ও গুজব ছড়িয়ে বেড়ায় তাদের কৌশল সম্পর্কে এখনও মুসলিম উম্মাহর অনেক সদস্য পূর্ণাঙ্গভাবে সচেতন নন। এসব গুজবের কাছে নত না হওয়ার আহ্বান জানান তিনি। যারা ইসলামিক উম্মাহর মধ্যে সন্ত্রাস ও গোষ্ঠীগত বিভেদ ছড়িয়ে বেড়ায় তাদের বিষয়ে সাবধানতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

সন্তানদের ধর্মীয় মূল্যবোধ, ইসলামিক সংস্কৃতি, নৈতিক শিক্ষা দিয়ে বড় করে তোলার জন্য পিতামাতাদের প্রতি আহ্বান জানান শেখ আল সুদাইস। মসজিদে নববীতে বয়ান করেন শেখ সালাহ আল বুদাইর। তিনি ধর্মবিশ্বাসীদের প্রতি আহ্বান জানান পবিত্র এই মাসে আল্লাহর কাছ থেকে অসীম নেয়ামত আদায় করে নেয়ার জন্য।
১১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে